• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯
‘নীলনকশা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বিএনপি’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

সংরক্ষিত ছবি

রাজনীতি

আরিফকে সেতুমন্ত্রীর অভিনন্দন

‘নীলনকশা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বিএনপি’

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০১ আগস্ট ২০১৮

ভোটের জন্য নয়, সরকার ও নির্বাচন কমিশনকে (ইসি) বিতর্কিত করতে বিএনপি সিটি নির্বাচনে অংশ নিয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে বিএনপি তাদের ‘নীলনকশা বাস্তবায়নে’ ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করেন তিনি। গতকাল মঙ্গলবার রাজধানীর ধানমণ্ডিতে দলীয় সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, ‘তারা (বিএনপি) নির্বাচন করতে আসেনি। এসেছিল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে। এসেছিল সরকার ও নির্বাচন কমিশনকে বিতর্কিত করার নীলনকশা বাস্তবায়নে। তবে তারা এতে ব্যর্থ হয়েছে।’ তিনি বলেন, ‘নির্বাচনে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। তারা যে আন্দোলন-বিক্ষোভ ডেকেছে, তাতেও জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।’

সেতুমন্ত্রী বলেন, ‘আমরা আগেরবার ক্ষমতায় থাকতে পাঁচটি সিটি করপোরেশনে বিএনপি প্রার্থীরা জয়লাভ করেছিল। এবার আমরা চারটিতে জিতেছি, তারা জিতেছে একটিতে। এর অর্থ সিটির পাঁচভাগের চারভাগ জনগণ শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন ও অর্জনের রাজনীতি গ্রহণ করেছেন। বিএনপির নেতিবাচক রাজনীতিকে তারা বর্জন করেছেন।’ এক প্রশ্নের উত্তরে কাদের বলেন, ‘জনগণের ওপর বিএনপির কোনো আস্থা নেই। কাজেই তারা কী করে প্রত্যাশা করে জনগণ তাদের ভোট দেবে?’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads