• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯
অনুমোদিত পরিবহন আইনে শিক্ষার্থীদের দাবি পূরণ হয়নি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সংরক্ষিত ছবি

রাজনীতি

অনুমোদিত পরিবহন আইনে শিক্ষার্থীদের দাবি পূরণ হয়নি

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১১ আগস্ট ২০১৮

মন্ত্রিসভায় সদ্য অনুমোদন পাওয়া সড়ক পরিবহন আইন-২০১৮ দিয়ে শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবি অর্জিত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করে আইনটির সংশোধন চেয়েছেন তিনি।

মির্জা ফখরুল বলেন, শিক্ষার্থীদের দাবি পূরণের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে মন্ত্রিসভায় অনুমোদিত আইন পরিবহন মালিক সমিতি ছাড়া সবাই প্রত্যাখ্যান করেছে। দীর্ঘদিন ধরে যারা নিরাপদ সড়কের জন্য কাজ করছেন তাদের সঙ্গে আলোচনা করে প্রস্তাবিত আইনের প্রয়োজনীয় সংশোধনী আনতে সরকারের প্রতি দাবি জানান তিনি।

আইনের সংশোধনী কেন গ্রহণযোগ্য নয় তা ব্যাখ্যা করে বিএনপি মহাসচিব বলেন, এ আইনে মানুষ হত্যা ও দুর্ঘটনা এড়ানোর সুস্পষ্ট দিকনির্দেশনা কিংবা কঠোর শাস্তির বিধান নেই। শুধু চালকের অপরাধে দুর্ঘটনা ঘটে না। চালক নিয়োগ, গাড়ির ফিটনেস, চালকদের বেতনভাতা, অবসর, শারীরিক সুস্থতা ইত্যাদি দেখার দায়িত্ব যাদের সেই দুর্নীতিপরায়ণ মালিকদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার কোনো বিধান আইনে রাখা হয়নি। দুর্ঘটনায় মৃত্যুকে হত্যাকাণ্ড বলা হবে কি না— তা নির্ধারণের দায়িত্বে নিরপেক্ষ, যোগ্য, সংশ্লিষ্ট কাউকে রাখা হয়নি। এ ব্যাপারে হাইকোর্টের মতামতকেও গুরুত্ব দেওয়া হয়নি।

শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপি সমর্থন দেওয়া প্রসঙ্গে দলটির মহাসচিব বলেন, খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আন্দোলনে সমর্থন দিয়েছেন। সেখানে বিএনপির অপরাধ হলে প্রধানমন্ত্রী থেকে শুরু করে পুলিশ কর্মকর্তারা পর্যন্ত সবাই এ অপরাধে অভিযুক্ত হবেন।

‘শিক্ষার্থীদের ওপর বিএনপি-জামায়াত কর্মীরা হামলা করেছে’— আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এ বক্তব্যের জবাবে তিনি বলেন, কোনো পাগলও বিশ্বাস করবে না যে, পুলিশের সহায়তায় তাদের সামনে বিএনপি-জামায়াতকর্মীরা আগ্নেয়াস্ত্র, লাঠিসোটা নিয়ে শিক্ষার্থীদের মারপিট করবে, দায়িত্বরত সাংবাদিকদের কোপাবে, ধানমন্ডিতে আওয়ামী লীগ অফিস আক্রমণ করবে। সরকারের মদতেই ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের নেতাকর্মীরা পুলিশের ছত্রছায়ায় হেলমেট ও মুখোশ পরে হামলা চালিয়েছে। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণকারীদের ছবির ছড়াছড়ি। এরপরও অপরাধীদের গ্রেফতারে ওবায়দুল কাদের কেন ছবি ও নাম চান তা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব। মার্কিন রাষ্ট্রদূতের গাড়িতে হামলা ও ভাঙচুরের জন্যও আওয়ামলীগকে দায়ী করে এর নিন্দা জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতাসীনরা বিএনপি আতঙ্কে ভুগছেন। একটা বিশেষপ্রাণী আছে তারা পানি দেখলে ভয় পায় যাকে বলে জলাতঙ্ক রোগ। আওয়ামী লীগের আছে বিএনপি আতঙ্ক রোগ। জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ সরকার এখন বিএনপি ফোবিয়ায় ভুগছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads