• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
জনসভার অনুমতি পেয়েছে বিএনপি

বিএনপির লোগো

সংগৃহীত ছবি

রাজনীতি

জনসভার অনুমতি পেয়েছে বিএনপি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ আগস্ট ২০১৮

দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১ সেপ্টেম্বর রাজধানীতে জনসভার অনুমতি পেয়েছে বিএনপি।  আজ বুধবার দলটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমন তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ করার জন্য দুই জায়গা বরাদ্দ চেয়ে আবেদন করি। তার মাঝে ছিল সোহরাওয়ার্দী উদ্যান ও নয়াপল্টনে আমাদের দলীয় কার্যালয়ের সামনে। ডিএমপি কমিশনার আমাদের নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি দিয়েছেন।’

সমাবেশের অনুমতি লিখিত না মৌখিক পেয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের ডিএমপি কমিশনার মৌখিক অনুমিত দিয়েছেন এখন। এ ছাড়া তিনি ওই এলাকার ডিসিকে বলেছেন সমাবেশের জন্য লিখিত অনুমতি দিতে।’

এর আগে, আজ বুধবার বেলা ১টায় সমাবেশের অনুমিত চাইতে ডিএমপি কার্যালয়ে যান চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়ার নেতৃত্বে বিএনপির তিন সদস্যের প্রতিনিধিদল। প্রতিনিধিদলের অন্যরা হলেন দলের প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads