• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
গায়ের জ্বালা থেকে বই লিখেছেন এস কে সিনহা : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এড. আনিসুল হক

সংরক্ষিত ছবি

রাজনীতি

গায়ের জ্বালা থেকে বই লিখেছেন এস কে সিনহা : আইনমন্ত্রী

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ২১ সেপ্টেম্বর ২০১৮

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এড. আনিসুল হক বলেছেন এস. কে সিনহার মনে অনেক দু:খ থাকতে পারে। তিনি গায়ের জ্বালা থেকে বইয়ের পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেছেন।

শুক্রবার সকালে আখাউড়া রেলওয়ে ষ্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, এসকে সিনহাকে একজন দুর্নীতিবাজ প্রধান বিচারপতি। আমার মনে হয় এসকে সিনহার কথায় জনগণ বিভ্রান্ত হবে না।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মো. আবুল কাশেম ভূইয়া, মো. সেলিম ভূইয়া, আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব এড. রাশেদুল কাওছার জীবন, যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগ সভাপতি সৈয়দ তানজিল শাহ তচ্ছন প্রমূখ। 

এদিকে আইনমন্ত্রী এড. আনিসুল হক এর আগে সকাল সাড়ে ১০টায় ট্রেনযোগে ঢাকা থেকে আখাউড়া আসেন। তিনি কসবা ও আখাউড়া উপজেলা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিবেন।

কর্মসূচির মধ্যে রয়েছে কসবায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল ফাইনাল খেলা এবং জাতির পিতা বঙ্গবন্ধু (অনুর্ধ্ব-১৭) ফুটবল ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে যোগদান, ফলজ বৃক্ষ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ মহিলাদের মাঝে সঞ্চয়ের টাকা বিতরণ করবেন। এছাড়া কসবা রেলওয়ে স্টেশনের আধুনিকরণ সংস্কার কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করবেন।
পরে বিকাল সাড়ে ৫টায় আখাউড়ায় তিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করবেন আইনমন্ত্রী এড. আনিসুল হক।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads