• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯
রোববার সমাবেশের অনুমতি পেল বিএনপি

বিএনপির লোগো

সংগৃহীত ছবি

রাজনীতি

রোববার সমাবেশের অনুমতি পেল বিএনপি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ সেপ্টেম্বর ২০১৮

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল রোববার সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি।  বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

আজ শনিবার সকাল সাড়ে ১১টায় জনসভার অনুমতি নিতে পুলিশ কমিশনারের কার্যালয়ে বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধিদল যায়।

আজ সকালে  শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে শাহবাগে জাতীয় জাদুঘরে শেখ রাসেল শিশু কিশোর পরিষদ আয়োজিত অনুষ্ঠানে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পাওয়ার জন্য বিএনপিকে ধৈর্য ধরার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, চিৎকার চেঁচামেচি না করে ধৈর্য ধরুন, অনুমতি পেয়ে যাবেন।

এর আগে, শুক্রবার (২৮ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছিলেন, সমাবেশের ব্যাপারে আমাদের প্রস্তুতি শেষ। বৃহত্তর ঢাকা জেলা ও অঙ্গসংগঠন— সবাই মিলে প্রস্তুতি নিয়েছে।

তিনি বলেন, ‘প্রস্তুতির কোনো অভাব নেই। পুরোদমে প্রস্তুতি চলছে। আমরা সোহরাওয়ার্দীতেই চাচ্ছি ২৯ তারিখ, না হলে ৩০ তারিখে তারা বিবেচনা করতে পারে। সেক্ষেত্রেও আমাদের কোনো আপত্তি নেই।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads