• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯
‘বঙ্গকন্যার নৌকা’ চলবে জলে-স্থলে!

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের কচুয়ায় ‘বঙ্গকন্যার নৌকা’ নামে বিশালাকৃতির বাহন তৈরি করেন স্থানীয় এক যুবলীগ নেতা

ছবি -বাংলাদেশের খবর

রাজনীতি

‘বঙ্গকন্যার নৌকা’ চলবে জলে-স্থলে!

  • এসএম সামছুর রহমান, বাগেরহাট
  • প্রকাশিত ০২ অক্টোবর ২০১৮

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের কচুয়ায় বিশাল আকৃতির একটি উভচর নৌকা বানিয়েছেন স্থানীয় এক যুবলীগ নেতা। ‘বঙ্গকন্যার নৌকা’ নামের নৌকাটি জলে ও স্থলে চলবে। চাইলে এ নৌকায় বানানো যাবে মঞ্চ। নৌকাটি গতকাল সোমবার দুপুরে সাইনবোর্ড-বাগেরহাট সড়ক দিয়ে চালিয়ে বাগেরহাট শহরে আনা হয়। এর আগে গত রোববার এটি পরীক্ষামূলকভাবে পানিতে ভাসানো হয়।

বিশেষ এই নৌকা তৈরির উদ্যোক্তা মেহেদী হাসান বাবু বাগেরহাটের কচুয়ার রাঢ়ীপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি। তার বাবা মাহফুজুর রহমান কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান। ব্যাটারির মোটরচালিত নৌকাটি একনজর দেখতে রাস্তায় উৎসুক জনতা ভিড় জমান। নৌকাটির ওপরের অংশে দৃশ্যমান রাখা হয়েছে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র।

মেহেদী হাসান বাবু জানান, ২০১৬ সালে ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনে বঙ্গবন্ধুর নৌকার মঞ্চ দেখে উৎসাহিত হয়ে তিনি এলাকায় এসে একটি নৌকা তৈরি করার চিন্তা করেন। ১২ জন মিস্ত্রি প্রায় আড়াই মাস কাজ করে এই নৌকাটি তৈরি করেছেন। এই নৌকা তৈরি করতে ৬ লাখের বেশি টাকা খরচ হয়েছে।

নৌকার নামকরণ সম্পর্কে বাবু জানান, বঙ্গবন্ধুর নৌকার হাল ধরেছেন জননেত্রী শেখ হাসিনা। তাই এই নৌকার নাম ‘বঙ্গকন্যার নৌকা’ দেওয়া হয়েছে। আগামী সংসদ নির্বাচনের আগে সারা বাগেরহাট জেলায় নৌকাটি ঘোরানো হবে।

নৌকার প্রধান মিস্ত্রি অনুর অধিকারী জানান, পঞ্চাশ ফুটের মতো লম্বা নৌকাটি দিয়ে ১২ থেকে ২৫ ফুট পর্যন্ত মঞ্চ করা যাবে। এটি যেকোনো সময় রাস্তায় ও পানিতে চালানো যাবে। রাস্তায় ৭০-৮০ জন এবং পানিতে ৫০-৬০ জন লোক বহন করতে পারবে এই নৌকাটি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads