• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯
দলীয় সরকারে অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না : ড. কামাল

ভোটের অধিকারের দাবি আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে মানবন্ধন করে জাতীয় ঐক্য প্রক্রিয়া

ছবি: বাংলাদেশের খবর

রাজনীতি

দলীয় সরকারে অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না : ড. কামাল

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৭ অক্টোবর ২০১৮

দলীয় সরকারের অধীনে বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন গণফোরামের প্রধান ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন। আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

ড. কামাল বলেন, ‘দলীয় সরকারের অধীনে বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হবে না। আমাদের আন্দোলন ভোটের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে। ভোট দিয়ে মানুষ পছন্দের সরকার প্রতিষ্ঠা করতে পারলে অধিকার প্রতিষ্ঠিত হবে। ’

তিনি বলেন, ‘নিরপেক্ষ সরকারের অধীনে ভোটের জন্য দেশের মানুষ সোচ্চার এবং ঐক্যবদ্ধ। দেশের মানুষ আজ জেগে উঠেছে। নিরপেক্ষ সরকারের অধীনে ভোট দিতে সরকার বাধ্য হবে।’ সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা দিয়ে সরকারকে বিদায় নেওয়ার আহ্বান জানান তিনি।

ড. কামাল বলেন, ‘গায়েবি মামলায় মানুষকে দমন করে সরকার ভোটের অধিকার থেকে দূরে রাখতে চায়।’

দেশ ও জনগণের সম্পদ এখন আওয়ামী লীগের হাতে এমন অভিযোগ করে ড. কামাল বলেন, আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী কোটি টাকার মালিক।  হাজার হাজার কোটি টাকা পাচারও হয়েছে। লুটপাট করে ব্যাংক দেউলিয়া করেছে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads