• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
বাতে ভুগছেন খালেদা, সঙ্গে নানা জটিলতা

বিএনপি নেত্রী খালেদা জিয়া

সংরক্ষিত ছবি

রাজনীতি

বাতে ভুগছেন খালেদা, সঙ্গে নানা জটিলতা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৯ অক্টোবর ২০১৮

কারাবন্দি বিএনপি নেত্রী খালেদা জিয়া গেঁটে বাতজনিত সমস্যায় ভুগছেন। তার ডায়াবেটিসসহ বেশ কিছু রোগও অনিয়ন্ত্রিত। শিগগিরই এসব জটিলতা বাগে আনতে হবে। এরপর তার মূল চিকিৎসা শুরু হবে। এর জন্য কত দিন লাগবে, তা এখনই নির্দিষ্ট করে বলতে পারছেন না মেডিকেল বোর্ডের সদস্যরা। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত এ বোর্ডের প্রধান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আবদুল জলিল চৌধুরী গতকাল দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।  গত রোববার দুপুরে মেডিকেল বোর্ডের সদস্যরা বিএনপি নেত্রীর কেবিনে ঢুকতে পারেননি। তবে ওই রাতে অধ্যাপক সৈয়দ আতিকুল হক বোর্ডের প্রতিনিধি হিসেবে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। এ সময় বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন উপস্থিত ছিলেন।  খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে অধ্যাপক আবদুল জলিল চৌধুরী বলেন, গত ত্রিশ বছর ধরে তিনি এই রোগে ভুগছেন। রোগটির নাম রিউমাটো আর্থ্রাইটিস। এটি এক ধরনের বাত, গিঁটে গিঁটে ব্যথা হয়। এর চিকিৎসা একটি চলমান প্রক্রিয়া। এটি নিয়ন্ত্রণহীন হওয়ার কারণে তার শরীরে অন্যান্য জটিলতা সৃষ্টি হয়েছে। তার বাম হাত বেঁকে গেছে, বাম কাঁধ নড়াতে পারেন না, হাত ঝিম ঝিম করে। ঘাড়ে ও কোমরে ব্যথা আছে। বাম হিপজয়েন্টে আছে আর্থ্রাইটিস। দুই হাঁটু আগেই রিপ্লেস করা। কিছুদিন আগে সে জায়গাটা ফুলে গিয়েছিল। ওষুধ দিয়ে তা ঠিক করা হয়েছে।

তিনি বলেন, গত বিশ বছর ধরে খালেদা জিয়া ডায়াবেটিসে ভুগছেন। এর জন্য তাকে ইনসুলিন দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তা নেননি। এখন তার ডায়াবেটিসের কী অবস্থা সেটি আমাদের দেখতে হবে। মাঝখানে তার সুগার কমে হাইপো-ডায়াবেটিস হয়ে গিয়েছিল। তিনি ব্লাডপ্রেসারের ওষুধও খাচ্ছেন। মাঝখানে কিছুদিন আগে তার জ্বর হয়েছিল। সেটা এখন আর  নেই। তার শরীরে সোডিয়াম কমে গিয়েছিল। ওষুধ দিয়ে সেটা নিয়ন্ত্রণে আনা হয়েছে।

খালেদা জিয়াকে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে কি না এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিগগিরই তা শুরু করা হবে।

জলিল চৌধুরী আরো জানান, খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে হাইকোর্টের নির্দেশনা বোর্ডের সদস্যরা পড়েছেন। বোর্ড গঠনে সে নির্দেশনার কোনো ব্যত্যয় ঘটেনি বলেই তাদের ধারণা।

তিনি বলেন, বিএসএমএমইউর দুজন চিকিৎসক খালেদা জিয়ার রোগের ইতিহাস ও চিকিৎসা পর্যালোচনা করছেন। সব কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে তার নতুন চিকিৎসা শুরু করা হবে। এজন্য কতদিন লাগবে তা এ মুহূর্তে বলা সম্ভব নয়। সংবাদ সম্মেলনে বোর্ডের বাকি চার সদস্যও উপস্থিত ছিলেন।

গত ৬ অক্টোবর আদালতের নির্দেশনা অনুযায়ী খালেদা জিয়ার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়। গত শনিবার বিকাল পৌনে ৪টার দিকে বিএসএমএমইউতে নেওয়া হয় তাকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads