• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯
২০ অক্টোবর ৩০০ আসনে প্রার্থী ঘোষণা : এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ

সংরক্ষিত ছবি

রাজনীতি

২০ অক্টোবর ৩০০ আসনে প্রার্থী ঘোষণা : এরশাদ

  • রংপুর ব্যুরো
  • প্রকাশিত ০৯ অক্টোবর ২০১৮

প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘রংপুর জাতীয় পার্টির দুর্গ ছিল, আছে এবং থাকবে। এ দুর্গ ভাঙার সাধ্য কারো নেই।’ জাতীয় পার্টি এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। গতকাল সোমবার দুপুরে রংপুর নগরীর নিউ সেনপাড়ায় পৈতৃক বাসভবন স্কাই ভিউ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। 

এরশাদ বলেন, আগামী ২০ অক্টোবর ঢাকায় জাতীয় পার্টির মহাসমাবেশ থেকেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে দলের প্রার্থী ঘোষণা করা হবে। আমরা ৩০০ আসনে নির্বাচন করব বলে সিদ্ধান্ত গ্রহণ করেছি। ভবিষ্যতে কী হবে তা বলতে পারি না।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, নির্বাচন এলেই এরশাদ-রওশন এরশাদ দ্বন্দ্ব বেড়ে যায়- সাংবাদিকদের এমন প্রশ্নে এরশাদ বলেন, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। রওশন আমার স্ত্রী, আমরা সবাই এক। আমরা সবাই একসঙ্গে নির্বাচন করব। এতে কোনো দলীয়করণ নেই, বিভেদ নেই। আমাদের উদ্দেশ্য আগামী নির্বাচনে বিজয়ী হওয়া। নির্বাচনে বিএনপির অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, আমি তো বিএনপির কথা বলতে পারব না। নির্বাচনে আসা না আসা তাদের ব্যাপার। আগামীতে কী হবে তা তো আমি বলতে পারি না। নির্বাচন হবে। সাংবিধানিক দায়বদ্ধতা থেকে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এতে শঙ্কার কিছু নেই। আমরা ইলেকশন সবসময় করি, এবারো করব। ৩০০ আসনে আমাদের প্রার্থী প্রস্তুত।

এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অবসরপ্রাপ্ত) খালেদ আকতার, দলের ভাইস প্রেসিডেন্ট এসএম ফখরুজ্জামান জাহাঙ্গীর, মহানগরের সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আবদুর রাজ্জাক, খতিবার রহমান, সহ-সভাপতি অ্যাডভোকেট মোকাম্মেল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুন্সি আবদুল বারী, শামীম সিদ্দিকী, প্রচার সম্পাদক মমিনুল ইসলাম রিপন প্রমুখ।

 

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads