• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কার বিকল্প নেই : মেজর রফিক

চাঁদপুরের হাজীগঞ্জে সাড়ে ২৩ কোটি টাকা ব্যয়ে জেলা পরিষদ মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মোনাজাত করছেন মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারীসহ অতিথিবৃন্দ।

প্রতিনিধির পাঠানো ছবি

রাজনীতি

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কার বিকল্প নেই : মেজর রফিক

  • মহিউদ্দিন আল আজাদ, চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ অক্টোবর ২০১৮

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কার বিকল্প নেই বলে মন্তব্য করেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য, মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। এ সময় তিনি বলেন, নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা শান্তির প্রতীক।

মঙ্গলবার সকালে চাঁদপুরের হাজীগঞ্জে সাড়ে ২৩ কোটি টাকা ব্যয়ে জেলা পরিষদ বহুতল মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মেজর রফিকুল ইসলাম বলেন, কোন বিভেদ নয়, আসুন ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কাকে বিজয়ের জন্য কাজ করি, জাতির জনকের কন্যা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী না করতে পারলে দেশের উন্নয়ন ব্যহত হবে, উন্নয়ন থমকে যাবে। তাই দেশের স্বার্থে আওয়ামীলীগকে আবারো বিজয়ী করতে হবে।

তিনি আরো বলেন, কোন ষড়যন্ত্রই কাজ হবেনা ‘ হাজীগঞ্জ-শাহরাস্তির জনগণই আমার শক্তি’। গত প্রায় ১০ বছর আমি সাধ্যমতো এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। নিজে কোনো দুর্নীতি করিনি, দুর্নীতিকে প্রশ্রয়ও দেইনি।

তিনি বলেন, আমি শতভাগ আশাবাদী, জননেত্রী শেখ হাসিনার হাত থেকে নৌকার মনোনয়ন নিয়ে আবারো আপনাদের সাথে নিয়ে নৌকার বিজয় ধরে রাখবো ইনশাআল্লাহ।

চাঁদপুর জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুনের সভাপতিত্বে ও হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গাজী মো. মাইনুদ্দীনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ ওচমান গণি পাটওয়ারী, প্রধান নির্বাহী (যুগ্ম সচিব) আবদুল মান্নান, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ স ম মাহবুব উল আলম লিপন প্রমূখ।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মোনাজাত করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আ. রউফ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজী জসিমউদ্দিন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবদুল হাদি, সফিকুল ইসলাম মীর, মাহফুজুর রহমান ইউছুফ পাটওয়ারী, মানিক হোসেন প্রধানীয়া, জাকির হোসেন লিটু, পৌর মহিলা আওয়ামীলীগ নেত্রী ফেরদৌসি আকতার, জেলা পরিষদের সদস্য মো. বিল্লার হোসেন, হাজীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জহিরুল ইসলাম মামুন, আহবায়ক মাসদু ইকবাল, যুগ্ম আবায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের আহবায়ক ও ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক হায়দার পারভেজ সুজন, যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, শাহরাস্তি উপজেলা যুবলীগের আহবায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু ইউছুফ গাজী মোহন, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক মেহেদী হাছান রাব্বি, ছাত্রলীগ নেতা মোতালেব খান রাজু, মো. ইয়াছিন, ইঞ্জি. সরোয়ার প্রমূখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads