• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসবেন ঐক্যফ্রন্টের ১৬ নেতা

সংগৃহীত ছবি

রাজনীতি

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসবেন ঐক্যফ্রন্টের ১৬ নেতা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৩০ অক্টোবর ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে বসবে জাতীয় ঐক্যফ্রন্টের ১৬ সদস্যের প্রতিনিধি দল। দলের নেতৃত্ব দিবেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার সন্ধ্যায় মতিঝিলে ড. কামালের চেম্বারে ঐক্যফ্রন্টের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠক শেষে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার বিকেল চারটার দিকে শুরু হয়ে বৈঠক চলে সাড়ে ছয়টা পর্যন্ত। ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, সহ-সভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সাবেক ছাত্রনেতা সুলতান মুহাম্মদ মনসুর, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ করতে চেয়ে চিঠি দেয় ঐক্যফ্রন্ট। পরে সোমবার সংবাদ সম্মেলনে সংলাপের কথা নিশ্চিত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী স্বাক্ষরিত সংলাপের চিঠি ড কামাল হোসেনের কাছে হস্তান্তর করেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড আব্দুস সোবহান গোলাপ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads