• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
সোহরাওয়ার্দী উদ্যানে ঐক্যফ্রন্টের জনসভা ৬ নভেম্বর

ঐক্যফ্রন্ট নেতারা

সংগৃহীত ছবি

রাজনীতি

সোহরাওয়ার্দী উদ্যানে ঐক্যফ্রন্টের জনসভা ৬ নভেম্বর

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৩ নভেম্বর ২০১৮

আগামী ৬ নভেম্বর মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে জাতীয় ঐক্যফ্রন্ট। গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, গতকাল শুক্রবার জাতীয় ঐক্যফ্রন্টের যে জনসভা হওয়ার কথা ছিল পুলিশের অনুরোধে সেটি ৬ নভেম্বর হবে। এজন্য ইতোমধ্যেই পুলিশ ও সংশ্লিষ্টদের জানানো হয়েছে। ওই জনসভা সফল করতে আজ শনিবার নয়াপল্টনের দলীয় কার্যালয়ে বিএনপির একটি যৌথসভার আয়োজন করা হয়েছে।

সংলাপে সরকারের মনোভাব অশনিসঙ্কেত : সংবাদ সম্মেলনে রিজভী বলেন, সরকারের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপে সরকার যে একগুঁয়েমি মনোভাব দেখিয়েছে তা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য বড় ধরনের অশনিসঙ্কেত। সংলাপে মানুষের মনে যে আশাবাদ জেগে উঠেছিল, সংলাপ শেষে সেই আশার মুকুল ঝরে যেতে শুরু করেছে। সংলাপে ৭ দফায় আওয়ামী লীগ সাড়া না দেওয়ায় এবং দলটির অনড় অবস্থানের কারণে সুষ্ঠু নির্বাচনের পথে অগ্রগতি তিমিরাচ্ছন্ন হলো। রাজপথেই সাত দফার সমাধান দেখছেন বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব।

তিনি বলেন, আওয়ামী লীগ সহিষ্ণুতার শিক্ষা কখনো গ্রহণ করেনি। ক্ষমতা, স্বার্থের লীলাধিপত্য বজায় রাখতে তারা জনগণকেই ভয় পাচ্ছে। জনগণের মুণ্ডুপাতই হচ্ছে তাদের গ্রহণযোগ্য নীতি।

রিজভী বলেন, সংলাপের জিকির তুলে একদিকে জনগণকে দেখাচ্ছে তারা কত আন্তরিক, অন্যদিকে সমানতালে নিষ্ঠুরতা ও পাশবিকতা অব্যাহত রেখেছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আবুল খায়ের ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আবেদ রাজা, সহ-দফতর সম্পাদক মুনির হোসেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads