• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
নির্বাচনকালীন সরকার আজ হতে পারে

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

সংগৃহীত ছবি

রাজনীতি

টেকনোক্র্যাটদের জায়গা হবে না : অর্থমন্ত্রী

নির্বাচনকালীন সরকার আজ হতে পারে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৯ নভেম্বর ২০১৮

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আজ শুক্রবার গঠন হতে পারে ‘নির্বাচনকালীন সরকার’। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এমন সম্ভাবনার কথা জানান তিনি।

অর্থমন্ত্রী জানান, টেকনোক্র্যাটদের জায়গায় নতুন কেউ মন্ত্রিত্ব পাবেন না। তাদের পদত্যাগপত্রও গৃহীত হয়নি। বর্তমান মন্ত্রীদেরকেই বাড়তি দায়িত্ব হিসেবে এসব মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে।

নতুন কোনো মন্ত্রী আসছেন না— এ বিষয়ে নিশ্চিত কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, মোটামুটি নিশ্চিত। কেননা, সরকারটা তো কোয়ালিশন সরকার। এমন কোনো সদস্য নেই যাকে দেওয়ার দরকার আছে। সুতরাং আমার মনে হয় না কোনো এডিশন হবে। 

এদিকে সচিবালয়ে চার মন্ত্রীর পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, একসেপ্ট করতে হবে। একসেপ্ট তো করবেন, যেহেতু উনি বলেছেন করতে। এখন হয়তো সময়ের ব্যাপার। প্রধানমন্ত্রী একসেপ্ট করার সঙ্গে সঙ্গে তাদের মন্ত্রিত্ব থাকবে না।

সংলাপ প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, আলোচনা শেষ হয়ে গেছে। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনও শিগগির হবে বলেও ধারণা দেন তিনি।

নির্বাচনে দাঁড়াবেন কি না প্রশ্নে মুহিত বলেন, না না। আমি তো দাঁড়াব না। ইটস মাই ডিসিশন। আমি নমিনেশন পেপার সাবমিট করব। ডামি কিছু সাবমিট করতে হয়। যদি আমার ক্যান্ডিডেট যে হবে সে মিস করে যায় তাহলে আমাকে দাঁড়াতে হবে এরকম ধরনের। এটা রুটিন ব্যাপার। আই ওয়ান্ট টু রিটায়ার্ড।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads