• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯
ভাড়া করা নেতা দিয়ে পার পাবে না বিএনপি : হাছান মাহমুদ

চট্টগ্রামের দেওয়ানজি পুকুর পাড় এলাকার বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ

ছবি: বাংলাদেশের খবর

রাজনীতি

ভাড়া করা নেতা দিয়ে পার পাবে না বিএনপি : হাছান মাহমুদ

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ২৬ নভেম্বর ২০১৮

ভাড়া করা নেতা দিয়ে বিএনপি পার পাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ সোমবার সকাল সাড়ে ১১টায় চট্টগ্রামের দেওয়ানজি পুকুর পাড় এলাকার বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের হাঁকডাক খালি কলসি বাজার মতো। ড. কামাল হোসেন, মাহমুদুর রহমান মান্না, আ স ম রবসহ ভাড়া করা নেতাদের নিয়ে বিএনপি পার পাবে না।

সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে নানা ধরনের বক্তব্য দিয়ে নির্বাচন কমিশনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিএনপি এমন অভিযোগ করে হাছান মাহমুদ বলেন, তারা নির্বাচনের আগে এভাবে পরিস্থিতি ঘোলাটে করতে চায়। নির্বাচনের মাঠে নেমে তারা বুঝতে পেরেছে, তাদের অবস্থা শোচনীয়। সে কারণে তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।

তিনি বলেন, ২০ তারিখ অফিসার্স ক্লাবে যে সময়ে বৈঠকের কথা বলা হয়েছে ওই সময় প্রধানমন্ত্রীর সচিব ইডকলের একটি বৈঠকে ছিলেন। ওই বৈঠকের ছবি পরদিন পত্রিকায় বেরিয়েছে। যার ছবি ও ভিডিও ফুটেজ আছে।ওই সময় প্রধানমন্ত্রীর এপিএস প্রধানমন্ত্রী কার্যালয়ে ছিলেন। জনপ্রশাসন সচিব ছিলেন নিজের অফিসে। যার তথ্যপ্রমাণ আছে।

তিনি বলেন,সচিবদের বিরুদ্ধে জঘন্য মিথ্যাচার করা হলো, এই মিথ্যাচার নির্বাচনী আচরণবিধির সুষ্পষ্ট লঙ্ঘন। নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ জানাব, প্রপাগাণ্ডা ছড়িয়ে আচরণবিধি লংঘনের জন্য রিজভী আহমেদ ও বিএনপির বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়।

ড. হাছান বলেন, সুপ্রিম কোর্টে ভোট চেয়ে মির্জা ফখরুল ও ড. কামাল হোসেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। দেশের সর্বোচ্চ আদালতে রীতিমত সমাবেশ করে ও আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা ধানের শীষে ভোট চেয়েছেন। এটা আচরণবিধির চরম লঙ্ঘন। এদের বিরুদ্ধে অবশ্যই নির্বাচন কমিশনের ব্যবস্থা নেওয়া দরকার।

তিনি বলেন, বিএনপি প্রতিনিয়ত আচরণবিধির কথা বলে। অথচ তারা নিজেদের কার্যালয়ের সামনে হাজার হাজার লাঠি ও বাঁশ নিয়ে যেভাবে নির্বাচনি ফরম সংগ্রহ করতে গেছেন, এটা আচরণবিধির কোথায় আছে! মামলার আসামি হয়ে কিভাবে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী?

হাছান মাহমুদ বলেন, বিএনপি পুলিশকে ঘেরাও করে মারধর, কিলঘুষি মেরে পুলিশ ও র‌্যাবের গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। এখানে আচরণবিধির ১১ ও ১৮ অনুচ্ছেদের সুস্পষ্টভাবে লংঘন হয়েছে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় রুহুল কবির রিজভী আসামি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম তালুকদার, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. সেলিম, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন খান, আবু তাহের, যুবলীগ সদস্য মো. ফরিদ, রাঙ্গুনিয়া স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নাছির উদ্দীন রিয়াজ, সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সদস্য ওয়ায়েস কাদের।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads