• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯
বাতিল-দুর্যোগে বিএনপি

লোগো বিএনপি

রাজনীতি

বাতিল-দুর্যোগে বিএনপি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৩ ডিসেম্বর ২০১৮

একাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল দুর্যোগে পড়েছে বিএনপি। দলটির প্রধান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ বহু ছোটবড় নেতাই বাদ পড়তে যাচ্ছেন। এদের অধিকাংশই ধানের শীষের মূল প্রার্থী। একাধিক আসনে দলটির সবার মনোনয়নই বাতিল হয়ে গেছে। ঋণখেলাপি, মামলায় দণ্ড, প্রয়োজনীয় কাগজপত্র দাখিল না করাসহ বেশকিছু কারণে প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। ফলে ২৯৬ আসনে ৮০০ প্রার্থী রেখেও দুশ্চিন্তামুক্ত হতে পারছে না দলটি। সঙ্গত কারণে প্রথমে আইনি লড়াইয়ের মাধ্যমে প্রার্থীদের বৈধ করার চেষ্টা করবে তারা। তা সম্ভব না হলে বৈধ মনোনয়নের স্বতন্ত্র কোনো সদস্যকে দলে ভিড়িয়ে বা সমর্থন দিয়ে শূন্যস্থান পূরণ করা যায় কি না তা নিয়ে ভাবছে দলটি। বিএনপি বলেছে, খালেদা জিয়াসহ দলের নেতাদের মনোনয়নপত্র বাতিল সরকারের নীলনকশার অংশ। দলের প্রার্থীদের বিরুদ্ধে অসংখ্য মামলা, ঋণখেলাপিসহ বিভিন্ন কারণে মনোনয়ন বাতিলের শঙ্কায় জাতীয় সংসদের ২৯৬ আসনে ৮০০ জনকে মনোনয়নের চিঠি দেয় বিএনপি। রোববার যাচাই-বাছাইয়ে খালেদা জিয়াসহ এদের অনেকের মনোনয়ন বাতিল হয়। অনেক আসনে হেভিওয়েটদের মনোনয়ন বাতিল হওয়ায় দুর্বল প্রার্থীদের নিয়েই নির্বাচনের মাঠে নামতে হচ্ছে দলটিকে, যা নতুন করে দুশ্চিন্তায় ফেলেছে বিএনপিকে।

যেসব আসনে বিএনপির প্রার্থী শূন্য

গতকাল সন্ধ্যায় এ রিপোর্ট লেখার সময় বিএনপির দফতরে যোগাযোগ করা হলে সেখান থেকে জানানো হয়, কয়টি আসন প্রার্থীশূন্য থাকছে, তা সুনির্দিষ্টভাবে এখনই জানানো সম্ভব নয়। তবে ঢাকা-১, বগুড়া-৭ ও মানিকগঞ্জ-২ আসনে বিএনপির কারো মনোনয়ন বৈধ হয়নি এমন তথ্য দফতরে এসেছে। 

মীর নাছির, মোর্শেদ খান, গিয়াস কাদের, আসলাম চৌধুরী

চট্টগ্রামে বিএনপি মনোনীত সাত প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। তারা হলেন চট্টগ্রাম-৫ আসনে মীর নাছির উদ্দীন ও তার ছেলে মীর হেলাল, চট্টগ্রাম-৮ আসনে এম মোর্শেদ খান, চট্টগাম-৭ আসনে গিয়াসউদ্দিন কাদের ও তার  ছেলে সামির কাদের চৌধুরী, চট্টগ্রাম-৩ আসনে এটিএম আবু তাহের ও আসলাম চৌধুরী।

ড. রেজা কিবরিয়া

ঋণ খেলাপির অভিযোগে হবিগঞ্জ-১ আসনে গণফোরাম মনোনীত সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সিটি ব্যাংকের ক্রেডিট কার্ড বিভাগ থেকে ঋণখেলাপি হয়েছেন তিনি। এ ছাড়া একই আসনে আরো ৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী আবদুল হান্নান, ইসলামী ফ্রন্টের জুবায়ের আহমেদ, ইসলামিক ফ্রন্টের রেজা সেলিম ও ইসলামী আন্দোলনের আবু হানিফ আহমদ হোসেন।

গোলাম মাওলা রনি

হলফনামায় স্বাক্ষর না থাকায় পটুয়াখালী-৩ আসনের বিএনপি মনোনীত গোলাম মাওলা রনির মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং অফিসার।

ব্যারিস্টার আমিনুল হক

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপির প্রার্থী ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের মনোনয়নপত্র বাতিল হয়েছে মামলা সংক্রান্ত সার্টিফাইড কপি না থাকায়।

কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে ঋণখেলাপির অভিযোগে। তিনি টাঙ্গাইল-৪ (কালিহাতী) ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

ঢাকা-১ আসনে বিএনপির দুই প্রার্থীর মনোনয়নই বাতিল

ঢাকা-১ আসনে বিএনপির দুই প্রার্থীর মনোনয়নই বাতিল হয়েছে। এরা হলেন, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আশফাক ও নবাবগঞ্জ উপজেলার চেয়ারম্যান ফাহিমা হোসাইন জুবলি। এ আসনে আওয়ামী লীগের সালমান এফ রহমান ও স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টির নেতা ও বর্তমান এমপি সালমা ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

আফরোজা আব্বাস

ঢাকা-৯ আসনে বিএনপি প্রার্থী আফরোজা আব্বাসের মনোনয়নপত্র বাতিল হয়েছে ঋণখেলাপি হওয়ায়।

শেরপুর-১ আসনে বিএনপির তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

শেরপুর-১ (সদর) আসনে বিএনপির তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। চারটি ব্যাংকের ঋণখেলাপির দায়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলীর মনোনয়নপত্র বাতিল হয়। জেলা যুবদল সভাপতি শফিকুল ইসলাম মাসুদ এবং সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল কাদের মনোনয়নপত্রে বিএনপির প্রার্থী বলে উল্লেখ করলেও এর সঙ্গে দলীয় মনোনয়নের চিঠি সংযুক্ত না করায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

ওয়াদুদ ভুইয়া 

আদালতে দণ্ডিত হওয়ায় খাগড়াছড়িতে বিএনপি মনোনীত প্রার্থী খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়ার মনোনয়ন বাতিল হয়েছে। 

রুহুল কুদ্দুস তালুকদার দুলু

মামলায় সাজা হওয়ায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নাটোর-২ আসনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

তোফায়েলের আসনে বিএনপির প্রার্থী বাদ

ভোলা-১ আসনে বিএনপির প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads