• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯
‘ধনাঢ্য’ রেজা কিবরিয়ার হাতে নগদ টাকা নেই

অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া

সংরক্ষিত ছবি

রাজনীতি

‘ধনাঢ্য’ রেজা কিবরিয়ার হাতে নগদ টাকা নেই

  • হবিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের ‘সবচেয়ে ধনাঢ্য’ ও আলোচিত প্রার্থী অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার নগদ কোনো টাকা নেই। মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া হলফনামায় এ তথ্য পাওয়া গেছে। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া সম্প্রতি গণফোরামে যোগ দিয়ে বিএনপি সংশ্লিষ্ট জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে ধানের শীষ প্রতীকে ভোটে নেমেছেন।

হলফনামায় রেজা কিবরিয়া উল্লেখ করেছেন, তার নগদ কোনো টাকা নেই। তবে ব্যাংকে রয়েছে ৯৭ লাখ ৮৫ হাজার টাকা। তার স্ত্রী-সন্তানের নামে কোনো সম্পদ নেই। শেয়ার, সঞ্চয়পত্র রয়েছে ৬ লাখ ৪৯ হাজার ৯৯৫ টাকার। পরামর্শক হিসেবে বছরে আয় করেন ৮৫ লাখ ৩৯ হাজার ৪৮০ টাকা। বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জে বিনিয়োগ আছে ১৭ লাখ টাকা। পোস্টাল, সেভিংস সার্টিফিকেটসহ সঞ্চয়পত্রে বিনিয়োগ আছে ৪০ লাখ টাকা। ১০ লাখ টাকা মূল্যের গাড়ি আছে। স্বর্ণ আছে ৫ লাখ ১০ হাজার টাকার। ইলেক্ট্রনিক সামগ্রী আছে ২ লাখ এবং আসবাবপত্র আছে ২ লাখ ৫৫ হাজার টাকার। কৃষি জমি নবীগঞ্জে পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৪৩ শতাংশ। মূল্য ১৫ হাজার টাকা। অকৃষি জমি ঢাকার পূর্বাচলে ১০ কাঠা। মূল্য ৮ লাখ টাকা। পৈত্রিক সূত্রে পাওয়া নবীগঞ্জে ২ কক্ষের কটেজ ৯ শতাংশ জমির ওপর। মূল্য ৫০ হাজার টাকার। ঢাকার ধানমন্ডিতে ১৪টি ফ্ল্যাট উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমির বিনিময়ে, যা হস্তান্তর হয়নি। ঢাকার গুলশানে পৈত্রিক সূত্রে পাওয়া ১টি ফ্ল্যাট রয়েছে, যার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। এইচএসবিসি ব্যাংকে এফডিআরের বিপরীতে তার ঋণ রয়েছে ২০ লাখ ১০ হাজার ৫২৫ টাকা। তার শিক্ষাগত যোগ্যতা ডি. ফিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads