• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
মান্নানের সম্পদ বেড়েছে কোটি টাকার ওপরে

পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান

সংরক্ষিত ছবি

রাজনীতি

মান্নানের সম্পদ বেড়েছে কোটি টাকার ওপরে

  • সিলেট ব্যুরো
  • প্রকাশিত ০৮ ডিসেম্বর ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। গত দশ বছরে এ আসনের বর্তমান সংসদ সদস্য মান্নানের অস্থাবর সম্পদ বেড়েছে এক কোটি ২০ লাখ টাকা। নির্বাচন কমিশনে (ইসি) তার দাখিল করা হলফনামায় এ তথ্য উঠে এসেছে।

হলফনামা অনুযায়ী, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নানের অস্থাবর সম্পদ বর্তমানে এক কোটি ৮৪ লাখ ৭২ হাজার ১৪৮ টাকার। গত দশ বছরে তার অস্থাবর সম্পদ বেড়ে এক কোটি ২০ লাখ টাকা।

২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনের হলফনামা অনুসারে, তখন মান্নানের অস্থাবর সম্পদ ছিল ৬৪ লাখ ২০ হাজার টাকার। এরপর ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে মান্নান তার অস্থাবর সম্পদের পরিমাণ দেখান এক কোটি ৩৯ লাখ ৩৩ হাজার ২৭৬ টাকার। এ হিসেবে গেল দশ বছরের ব্যবধানে এম এ মান্নানের অস্থাবর সম্পদ বেড়েছে এক কোটি ২০ লাখ ৫২ হাজার ১৪৮ টাকা। আর পাঁচ বছরের ব্যবধানে এই সম্পদ বেড়েছে ৪৫ লাখ ৩৮ হাজার ৮৭২ টাকা। এছাড়া তার স্থাবর সম্পদ এবার দেখিয়েছেন ৩৯ লাখ ২ হাজার টাকার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads