• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
নরসিংদী-৪ আসনে লড়বেন দুই সহোদর

নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও সরদার সাখাওয়াত হোসেন বকুল

ছবি : সংগৃহীত

রাজনীতি

নরসিংদী-৪ আসনে লড়বেন দুই সহোদর

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৮ ডিসেম্বর ২০১৮

মনোহরদী-বেলাব দুই উপজেলা নিয়ে নরসিংদী-৪ আসন। সকল জল্পনা কল্পনা শেষে এ আসনে আওয়ামী লীগ ও বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন দুই ভাই।

আওয়ামী লীগ থেকে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন মনোনয়ন পেয়েছেন। আর বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন তার ভাই বিএনপির সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল। নৌকা ও ধানের শীষ থেকে মনোনয়ন পাওয়া দুই প্রার্থী মামাত-ফুপাত ভাই। তারা দুজনই স্ব-স্ব দলে প্রভাবশালী নেতা হিসাবে পরিচিত।

এ আসনে আওয়ামী লীগ ও বিএনপিতে মনোনয়নপ্রত্যাশী ছিলেন একাধিক শক্তিশালী নেতা। বিএনপি থেকে প্রার্থী ছিলেন সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল ও জেএসডি থেকে আশির দশকের ছাত্রদল নেতা সানাউল হক নীরু। অবশেষে সরদার সাখাওয়াত হোসেন বকুলকে বিএনপি থেকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে।

আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুময়ুন, উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম খান ও কাজী মাজাহার। অবশেষে নূরুল মজিদ মাহমুদ হুময়ুন নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads