• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
মিলনের সম্পদ বেড়েছে কয়েকগুণ

জাতীয় পার্টির সংসদ সদস্য নুরুল ইসলাম মিলন

সংরক্ষিত ছবি

রাজনীতি

মিলনের সম্পদ বেড়েছে কয়েকগুণ

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ ডিসেম্বর ২০১৮

কুমিল্লা-৮ (বরুড়া) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য নুরুল ইসলাম মিলনের সম্পদ বেড়েছে কয়েকগুণ। দশম জাতীয় সংসদ নির্বাচনে দেওয়া হলফনামা থেকে জানা যায়, কৃষি খাত থেকে তার কোনো আয় ছিল না। এবার কৃষি খাতে তার আয় হয়েছে দুই লাখ টাকা। গতবার তার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা থেকে আয় ছিলো নয় লাখ ৯০ হাজার টাকা। এবার তা দাঁড়িয়েছে ১২ লাখ টাকায়। সঞ্চয়, শেয়ার, ব্যাংক আমানত থেকে তার নতুন করে আয় বেড়েছে তিন লাখ টাকা। সংসদ সদস্য হিসেবে সম্মানী পান ২৩ লাখ ৭৫ হাজার টাকা। মুক্তিযোদ্ধা ভাতা পান দেড় লাখ টাকা। গতবার তার কাছে নগদ টাকা ছিল ৫০ হাজার টাকা, এবার তা দাঁড়িয়েছে দুই লাখ টাকায়। আগে তার গাড়ি ছিল না, এবার তার গাড়ির মূল্য ৪০ লাখ টাকা। আগে স্থায়ী আমানত ছিল না, এবার সেভিংস সঞ্চয়পত্রে রয়েছে তিন লাখ টাকা। তার স্বর্ণের পরিমাণ বেড়েছে, গতবার ছিল ১০ ভরি, এবার হয়েছে ২৫ ভরি। গতবার ২০ হাজার টাকার ইলেকট্রনিকস পণ্য ছিল, এবার আছে তিন লাখ টাকার পণ্য। কৃষি জমির পরিমাণ বাড়েনি, রয়েছে ৬০ একর। অকৃষি জমি কিনেছেন এক একর, ১০ লাখ টাকা দিয়ে। এক লাখ টাকা খরচ করে গ্রামে বিল্ডিং করেছেন। এবার উল্লেখ করেছেন দুই লাখ টাকা খরচ করে তিনি বাড়ি করেছেন। আগে উল্লেখ করেছেন ঢাকার কলাবাগানে ৬০ লাখ টাকায় বাড়ি করেছেন। এবার সেখানে ৭০ লাখ টাকা উল্লেখ করেছেন। আগে তার সাড়ে ১৫ লাখ টাকার ঋণ ছিল। এবার তার কোনো ঋণ নেই উল্লেখ করেছেন। একটি মামলা থাকলেও সেটি প্রত্যাহার হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads