• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯
এসএসসি পাস আমির এখন আলিম

কুমিল্লা-২ আসনের জাতীয় পার্টির মো. আমির হোসেন

সংরক্ষিত ছবি

রাজনীতি

এসএসসি পাস আমির এখন আলিম

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ ডিসেম্বর ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে জাতীয় পার্টি থেকে নির্বাচন করছেন মো. আমির হোসেন। তিনি বর্তমানে ওই এলাকার সংসদ সদস্য। দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় জমা দেওয়া হলফনামা থেকে জানা যায়, তার সম্পদ বেড়েছে লাফিয়ে লাফিয়ে।

আগের হলফনামায় ব্যবসা থেকে তার বাৎসরিক আয় ছিল আড়াই লাখ টাকা, তা এবার দাঁড়িয়েছে ছয় লাখ ৬২ হাজার ২৬২ টাকায়। গতবার তার কাছে নগদ ছিল দেড় লাখ টাকা। এবার তা দাঁড়িয়েছে ৪১ লাখ ৪২ হাজার ৪৪৫ টাকায়। আগে তার বৈদেশিক মুদ্রা ছিল না। এবার তা দাঁড়িয়েছে দুই হাজার ডলারে। আগে তার গাড়ি ছিল না, এবার তার গাড়ির মূল্য ৫৮ লাখ ৫০ হাজার ২২৯ টাকা। স্বর্ণের পরিমাণও বেড়েছে। গতবার ছিল সাত ভরি, এবার হয়েছে ২০ তোলা। গতবার ৬০ হাজার টাকার ইলেকট্রনিক্স পণ্য ছিল, এবার আছে ১ লাখ ২০ হাজার টাকার। আসবাবপত্র ছিল তিনটি খাট এবং একটি সোফাসেট। এবার হলফনামায় তার কোনো আসবাবপত্রের কথা উল্লেখ নেই। তার কৃষি জমির পরিমাণ বাড়েনি, ১৫ শতক কৃষি জমি রয়েছে। অকৃষি জমি কিনেছেন নয় শতক ১৯ লাখ ১০ হাজার টাকা দিয়ে। ২০ লাখ ৫০ হাজার টাকা খরচ করে বিল্ডিং করেছেন। তার ঋণ ও মামলা কোনোটাই নেই।

দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় জমা দেওয়া হলফনামায় আমির হোসেন উল্লেখ করেন তিনি এসএসসি পাস। এবার উল্লেখ করেছেন তিনি আলিম পাস (এইচএসসি)। মাদরাসা শিক্ষকদের দাবি জেনারেল লাইনে এসএসসি পাস করা কেউ মাদরাসা থেকে আলিম পাস করার কথা নয়। এ বিষয়ে আমির হোসেন বলেন, তিনি দশম জাতীয় সংসদ নির্বাচনে আলিমের সার্টিফিকেট হাতে পাননি তাই এসএসসি উল্লেখ করেছিলেন। তিনি জেনারেল লাইনে এসএসসি পাস করার পর মাদরাসা লাইনে আলিম পাস করেছেন বলে জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads