• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
সবাই যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করুন

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমদ

সংরক্ষিত ছবি

রাজনীতি

সিইসিকে অলি

সবাই যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করুন

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ১১ ডিসেম্বর ২০১৮

সরকার দেশকে ক্রমশ রক্তপাতের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন ২০-দলীয় জোটের সমন্বয়ক ও লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমদ।  গতকাল সোমবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে নগর বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, জাফরুল ইসলাম চৌধুরী, মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম, আবু সুফিয়ান প্রমুখ।

এ সময় কর্নেল অলি বলেন, প্রশাসন আমাদের কাছে কমিটমেন্ট করেছিল নির্বাচনের সময় তারা নিরপেক্ষ থাকবে। কিন্তু তারা টেলিফোনও রিসিভ করছে না। প্রশাসনের ভেতরও আতঙ্ক কাজ করছে। রিটার্নিং কিংবা সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে প্রার্থীরা কথা বলতে না পারলে সমস্যাগুলোর প্রতিকার কোথায় পাবেন?

প্রধান নির্বাচন কমিশনারের উদ্দেশে কর্নেল অলি বলেন, ২০-দলীয় জোট কিংবা জাতীয় ঐক্যফ্রন্ট কারো শত্রু নয়। আমরা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে চাই। কিন্তু সে পরিবেশ তৈরি হচ্ছে না। প্রশাসন নিজ থেকে ঘটনা ঘটাচ্ছে। তারপর সে ঘটনায় মামলা দায়ের করে নেতাকর্মীদের গ্রেফতার করছে। জামিনের সময় আরেকটি মামলায় গ্রেফতার দেখাচ্ছে। তিনি আরো বলেন, আপনারা আমাদের শত্রু নন, আবার সরকারের বন্ধুও নন।  সবাই যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করুন। তা যদি না হয় তাহলে দেশ ক্রমশ রক্তপাতের দিকে যেতে থাকবে। নির্দ্বিধায় বলছি, এর জন্য দায়ী সরকার।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আপনার দায়িত্ব রয়েছে দেশের প্রতি। সুষ্ঠু নির্বাচন উপহার দিন। কেউ চিরদিন বেঁচে থাকবে না। আমাদের সবাইকে একটা সময় বিদায় নিতে হবে। সে বিদায়টা যেন সম্মানজনক হয়। এটাই আমাদের কাম্য। সরকারের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করব, দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেবেন না।

বিচারকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা কোনো না কোনো ধর্মের অনুসারী। আপনারা কি সৃষ্টিকর্তাকে ভয় করেন না? যারা অন্যায় কাজে লিপ্ত তাদের জন্য খোদার তরফ থেকে শাস্তি নেমে আসবে। আপনারা কী দেখেন না যারা পূর্ববর্তী অন্যায়কারী ছিল তাদের সন্তানদের অপমৃত্যু হয়েছে, স্ত্রীর অপমৃত্যু হয়েছে, পরিবারের সদস্যদের অপমৃত্যু হয়েছে। অনেকেই কারাবরণ করেছে। এটা হলো আল্লাহর স্বাভাবিক শাস্তি। বিচারকরা হচ্ছেন আল্লাহর প্রতিনিধি। আপনারা আইনি বইপুস্তকে যা লেখা আছে সে অনুযায়ী বিচার করুন।

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। পুলিশ ঘরে ঘরে নেতাকর্মীদের গ্রেফতার করছে। মিথ্যা মামলায় জড়িয়ে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে। বুলেটের চেয়ে ব্যালট শক্তিশালী। তাই আমরা ব্যালট-বিপ্লবের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চাই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads