• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
ঐক্যফ্রন্টে ঐক্যবদ্ধ সাম্প্রদায়িক শক্তি : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

ছবি : সংগৃহীত

রাজনীতি

ঐক্যফ্রন্টে ঐক্যবদ্ধ সাম্প্রদায়িক শক্তি : কাদের

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৫ ডিসেম্বর ২০১৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক শক্তি ঐক্যফ্রন্টে ঐক্যবদ্ধ হয়েছে। মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক শুভ শক্তির কাছে স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক অশুভ শক্তি পরাজিত হবে বলে মন্তব্য করেছেন তিনি।

গতকাল শুক্রবার সকালে মোহাম্মদপুরের রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ ও মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

মোহাম্মদপুরে তিনি বলেন, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ জন্য দেশের সাম্প্রদায়িক শক্তি ঐক্যফ্রন্টে ঐক্যবদ্ধ হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশের জনগণকে সঙ্গে নিয়ে আগামী নির্বাচনে তাদের প্রতিহত করা হবে। শহীদ বুদ্ধিজীবী দিবসে এই হোক আমাদের অঙ্গীকার। এদেশ অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা লাভ করেছে। এদেশ মুক্তিযুদ্ধের দেশ, এই দেশে মুক্তিযোদ্ধারা জয়ী হবে। আমরা আগামী নির্বাচনে স্বাধীনতাবিরোধীদের পরাজিত করব।

মিরপুরে শহীদ বুদ্ধিজীবীদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষ দুই ভাগে বিভক্ত। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক শক্তি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ, আর সাম্প্রদায়িক স্বাধীনতাবিরোধী অশুভ শক্তি বিএনপির নেতৃত্বে একত্র হয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আপামর জনতা আজ শ্রদ্ধাভরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করছে। বিজয়ের মাত্র দুদিন আগে পাকিস্তানের হানাদার বাহিনী দেশের কতিপয় কুলাঙ্গারের সহায়তায় ঘৃণ্য উদ্দেশ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads