• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার সংগ্রাম চলছে : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সংগৃহীত ছবি

রাজনীতি

গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার সংগ্রাম চলছে : ফখরুল

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৬ ডিসেম্বর ২০১৮

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য তাদের সংগ্রাম চলছে, চলবে।

আজ রোববার মহান বিজয় দিবসে বিএনপির পক্ষ থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে সেখানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।

মির্জা ফখরুল বলেন, ‘মহান বিজয় দিবসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমরা স্মৃতিসৌধে এসেছি মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। আজকের এই দিনে আমরা শ্রদ্ধা নিবেদন করছি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি। আমরা শ্রদ্ধা নিবেদন করছি, লাখো শহীদের প্রতি যারা স্বাধীনতার জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন।’

ফখরুল বলেন, ‘কিন্তু  দুর্ভাগ্য আমাদের আজকের এই বিজয়ের দিনে পুরো জাতি এই বিজয় আনন্দ উপভোগ করতে পারছে না। একটা জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা করা হয়েছে। কিন্তু এই জাতীয় সংসদ নির্বাচনকে একটা প্রহসনে পরিণত করবার জন্য সরকার যে হামলা, মামলা, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালাচ্ছে তাতে সেই নির্বাচন এখন একটা প্রহসনে পরিণত হয়েছে। নির্বাচন কমিশন অযোগ্যতার পরিচয় দিচ্ছে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আজকে প্রতিদিন বিএনপির নেতাকর্মীদের ওপরে, ঐক্যফ্রন্ট এবং জোট নেতাকর্মীদের ওপরে আক্রমণ চালানো হচ্ছে। হামলা চালানো হচ্ছে, খুন করা হচ্ছে, গুলি করা হচ্ছে এবং সরকার সেটিতে অগ্রণী ভূমিকা পালন করছে। তাই আজকের এই দিনে আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে গণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছি। যেটা ছিল স্বাধীনতার মূল চেতনা, সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের সংগ্রাম চলছে, চলবে। দেশনেত্রীর মুক্তির সংগ্রাম চলছে, চলবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads