• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
অনশনরত লতিফ সিদ্দিকী অসুস্থ

অসুস্থ হয়ে পড়েছেন লতিফ সিদ্দিকী

ছবি : বাংলাদেশের খবর

রাজনীতি

অনশনরত লতিফ সিদ্দিকী অসুস্থ

  • টাঙ্গাইল প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ ডিসেম্বর ২০১৮

আমরণ অনশনে থাকা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকী অসুস্থ হয়ে পড়েছেন। টাঙ্গাইলের কালিহাতী থানার ওসির প্রত্যাহারসহ তিনটি দাবিতে অনশনের দ্বিতীয় দিন গতকাল মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। টানা দুই দিনের অনশনে তার শরীরে পানিশূন্যতা দেখা দেওয়াসহ হূদস্পন্দন (হার্টবিট) ও রক্তচাপ কমে যায়। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. শরিফ হোসেন নেতৃত্বে দুই সদস্যের একটি মেডিকেল টিম গতকাল বেলা ১১টার দিকে লতিফ সিদ্দিকীর শারীরিক অবস্থা পরীক্ষা করে তাকে হাসপাতালে ভর্তি হওয়ার অনুরোধ জানান। কিন্তু লতিফ সিদ্দিকী হাসপাতালে ভর্তি হতে, এমনকি স্যালাইন গ্রহণ করতেও অস্বীকৃতি জানান।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য লতিফ সিদ্দিকী বর্তমানে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের বারান্দায় শুয়ে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন। প্রচণ্ড শীতের কারণে গত সোমবার রাতে তাকে ডিসি অফিসের সামনের প্যান্ডেল থেকে বারান্দায় নেওয়া হয়।

ডা. শরীফ হোসেন খান বলেন, টাঙ্গাইল স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আজই (মঙ্গলবার) তার স্বাস্থ্য পরীক্ষার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল টিম গঠনের প্রক্রিয়া চলছে। তার শারীরিক এ পরিস্থিতির কথা উল্লেখ করে তাকে হাসপাতালে ভর্তি ও স্যালাইন দেওয়ার অনুরোধ করা সত্ত্বেও তিনি রাজি হননি। এর পরিবর্তে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তার দাবি মেনে নেওয়া হলেই চিকিৎসায় যাবেন।

প্রসঙ্গত, গত ১৬ ডিসেম্বর দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের বল্লবভবাড়ী ও সরাতৈল এলাকায় আবদুল লতিফ সিদ্দিকীর গাড়িবহরে হামলা হয়। এ সময় বহরে থাকা চারটি গাড়ি ভাঙচুর এবং তার অন্তত ১০ নেতাকর্মী আহত হন। লতিফ সিদ্দিকী হামলার জন্য আওয়ামী লীগ প্রার্থী হাছান ইমাম খান সোহেল হাজারীর কর্মীদের দায়ী করে টাঙ্গাইল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের গ্রেফতার ও কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেনকে প্রত্যাহার না করা পর্যন্ত সেখানেই অবস্থানের ঘোষণা দেন। পরে সোমবার দাবি পূরণ না হওয়ায় আমরণ অনশনের ঘোষণা দেন লতিফ সিদ্দিকী।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads