• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
চোখের পানিতে ভোট আসে না : কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

সংরক্ষিত ছবি

রাজনীতি

চোখের পানিতে ভোট আসে না : কাদের

  • নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত ২০ ডিসেম্বর ২০১৮

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশ করে বলেছেন, কেঁদে ভোট চেয়ে কোনো লাভ হবে না। তিনি গতকাল বুধবার নিজ নির্বাচনী এলাকা কবিরহাটে (নোয়াখালী-৫) এক পথসভায় এ কথা বলেন। এই আসনে তার মূল প্রতিদ্বন্দ্বী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ। মওদুদের অভিযোগ, তার নির্বাচনী প্রচার চালাতে দিচ্ছে না আওয়ামী লীগের লোকজন।

এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মওদুদকে ইঙ্গিত করে কাদের বলেন, ‘মানুষ কাজে বিশ্বাস করে। কান্নাকাটি বা চোখের পানিতে ভোট আসে না। মানুষ উন্নয়ন চায়, কাজ চায়।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী মওদুদ সাহেব মিথ্যাচার করছেন। তিনি অভিযোগ করেছেন, তাকে অবরুদ্ধ করা হয়েছে। আসলে জনগণ তাকে চায় না বলে কোনো গণসংযোগেই তিনি বের হন না। তিনি নিজেই নিজেকে অবরুদ্ধ করে রেখেছেন।’

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন নির্বাচনী সভায় তার নেত্রীর মুক্তির জন্য চোখের জলে ভোট চাওয়ার প্রসঙ্গও তোলেন ওবায়দুল কাদের। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে রেখে একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে বিএনপি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনে করেন, গত ১০ বছরে সরকারের উন্নয়নমূলক কাজ দেখে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আওয়ামী লীগকেই জয়ী করবে। শেখ হাসিনা কখনো ওয়াদার বরখেলাপ করেন না জানিয়ে সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যা বলেন, তা করেন। উন্নয়নের রোল মডেল শেখ হাসিনা আগামী ৩০ ডিসেম্ববরের নির্বাচনে অবশ্যই বিজয়ী হবেন।

লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের মন্তব্যকে তার নিজস্ব মতামত অভিহিত করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশনের পাঁচ সদস্যের মধ্যে বেশিরভাগের মতামতকেই সিদ্ধান্ত হিসেবে গণ্য করা হয়।

সকাল থেকে দুপুর পর্যন্ত কবিরহাটের ফরায়েজী বাজার, টেকের বাজার, পশ্চিম দরাপনগর ও নূর সোনাপুরে পথসভায় বক্তব্য দেন কাদের।

নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সামছুদ্দিন সেলিম, কবিরহাট উপজেলা সভাপতি নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান, জেলা কমিটির সদস্য একেএম জাফর উল্লাহ প্রমুখ প্রচারকাজে মন্ত্রীর সঙ্গে ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads