• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
‘ভরাডুবি জেনে ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান

ছবি : সংরক্ষিত ছবি

রাজনীতি

‘ভরাডুবি জেনে ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি’

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২১ ডিসেম্বর ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের ভরাডুবি নিশ্চিত জেনেই বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান। তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির গভীর ষড়যন্ত্র করছে। নির্বাচনের আগে দেশের বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াতের ক্যাডাররা গায়ে মুজিব কোট পরে ও নৌকা মার্কার ব্যাজ লাগিয়ে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।’

গতকাল বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগ সভাপতির ঢাকার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুর সবুর, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মাহরুফা আখতার পপি প্রমুখ উপস্থিত ছিলেন।

আবদুর রহমান বলেন, ‘দুর্নীতিবাজ, সাজাপ্রাপ্ত ও পলাতক আসামি তারেক রহমানের মনোনয়ন-বাণিজ্যের কারণে উল্লেখযোগ্য সংখ্যক বিএনপির প্রার্থী মনোনয়নবঞ্চিত হয়েছেন। বিএনপির দুর্বৃত্তায়নের রাজনীতির কারণে তাদের নেতাকর্মীরা আজ গভীর হতাশায় নিমজ্জিত। নির্বাচনের মাঠে নেতাকর্মীশূন্য বিএনপির ভরাডুবি নিশ্চিত। এ আশঙ্কায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তারা।’

তিনি বলেন, ‘পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের নীলনকশা অনুযায়ী জনগণের নির্বাচনকে নস্যাৎ করার উদ্দেশ্যে, পরিকল্পিতভাবে নাশকতা ও সন্ত্রাসের এ পথ বেছে নিয়েছে তারা (বিএনপি-জামায়াত)।’

ভোটের দিন কেন্দ্র পাহারা দেওয়ার ঘোষণায় বিএনপি-জামায়াতের সশস্ত্র ক্যাডার বাহিনী বেপরোয়া হয়ে উঠেছে- এমন অভিযোগ করেন এ আওয়ামী লীগ নেতা। তিনি এ সময় দাবি করেন, ‘অসত্য অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন (ইসি) একজন ডিসি, দুজন এডিসি ও চারজন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads