• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
নারায়ণগঞ্জবাসীকে জেগে ওঠার আহ্বান ফখরুলের

নারায়ণগঞ্জের বন্দর সোনাকান্দায় গতকাল জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম

ছবি : বাংলাদেশের খবর

রাজনীতি

নারায়ণগঞ্জবাসীকে জেগে ওঠার আহ্বান ফখরুলের

  • নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২২ ডিসেম্বর ২০১৮

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মেগা প্রকল্প থেকে চুরি, বিদ্যুৎ চুরিসহ ব্যাংক-শেয়ারবাজার লুটপাট করতে করতে বর্তমান সরকার ভোট চুরিতেও ওস্তাদ হয়ে উঠেছে। তাদের এই ভোট চুরি ঠেকাতে হবে। গতকাল শুক্রবার বিকেল পৌনে ৫টায় নারায়ণগঞ্জের বন্দরের সোনাকান্দা স্টেডিয়ামে আয়োজিত জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জবাসীকে জেগে ওঠার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, নারায়ণগঞ্জে বিপ্লবী মানুষকে সংঘবদ্ধ করুন। ভয় পাবেন না। মানুষ তো এক দিনই মরে। ভোট দেওয়াটা আমাদের হক। তিনি বলেন, সব প্রতিকূলতা, ভয়ভীতি উপেক্ষা করে আজকে এই মাঠে সমবেত হয়েছেন তাই আপনাদের সবাইকে অভিনন্দন। একটা ভয়াবহ সঙ্কটময় মুহূর্তে আমরা আছি। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে সিদ্ধান্ত গৃহীত হবে বাংলাদেশের মানুষ অন্ধকারে নাকি আলোর পথে থাকবে? মির্জা ফখরুল বলেন, আপনারা অনেক ত্যাগ স্বীকার করেছেন। বিগত দশ বছর ধরে এই স্বৈরাচারী সরকার আমাদের অসংখ্য ভাইকে হত্যা, গুম করেছে। বিনা কারণে অনেক ভাইকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। মানুষ কখন অত্যাচার, নির্যাতন করে? যখন সে একা হয়ে যায়, যখন তার সঙ্গে জনগণ থাকে না। নির্বাচন কমিশনের উদ্দেশে তিনি বলেন, কোমর সোজা করে দাঁড়ান। আপনাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে সেইটা পালন করুন। অন্যথায় পদত্যাগ করে চলে যান।

মির্জা ফখরুল বলেন, তারা (সরকার) বলছে, আগের রাতেই ব্যালটবক্সে ভোট ভরে রাখবে। তাই তাদের ভোট চুরি ঠেকাতে আগের রাত থেকে প্রতিটি কেন্দ্রে বিএনপির নেতাকর্মীদের পাহারা বসাতে হবে। এবার আর কোনো ছাড় দেওয়া হবে না। পুলিশ, বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ), সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আপনারা নির্বাচনী দায়িত্ব পালনে আছেন। চাকরিবিধি অনুযায়ী নিরপেক্ষতার সঙ্গে এ দায়িত্ব পালনে আপনারা প্রতিশ্রুতিবদ্ধ। আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে আপনারা নিরপেক্ষ থাকবেন। আপনারা জনগণের পক্ষে অবস্থান নেবেন, জনগণের বিরুদ্ধে নয়।

এ সময় উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা তৈমূর আলম খন্দকার, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী কাজী মনিরুজ্জামান মনির, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী, নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী এসএম আকরাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ আবুল কালাম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, গণফোরামের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক দেলোয়ার হোসেন চুন্নু, বাংলাদেশের সাম্যবাদী দলের কেন্দ্রীয় সদস্য সাঈদ আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের বন্দরের সোনাকান্দায় সমাবেশে যেতে জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের গাড়িবহরকে বাধা দেওয়া হয়েছে। গতকাল বেলা সাড়ে তিনটার দিকে মদনপুর চৌরাস্তায় বাধা দেওয়া হয়। এ সময় বন্দর মদনপুর সড়কের প্রবেশ মুখে শুকনা কাঠ ও বাঁশে আগুন লাগিয়ে সড়ক অবরোধ করা হয়। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় ২০ থেকে ২৫ মিনিট যান চলাচল বন্ধ ছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads