• বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪২৮
ড. কামাল ঢাকায় গণসংযোগ করবেন আজ

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন

সংরক্ষিত ছবি

রাজনীতি

ড. কামাল ঢাকায় গণসংযোগ করবেন আজ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৫ ডিসেম্বর ২০১৮

জাতীয় ঐক্যেফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন আজ মঙ্গলবার রাজধানীতে ফ্রন্টের প্রার্থীদের পক্ষে গণসংযোগ করবেন। এর মধ্য দিয়ে রাজধানীতে ধানের শীষের গণসংযোগ চাঙ্গা হবে বলে মনে করছেন মহানগর বিএনপির নেতারা। গতকাল সোমবার সন্ধ্যায় ঐক্যফ্রন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি ও ঐক্যফ্রন্ট শীর্ষ নেতারা মঙ্গলবার রাজধানীতে পথসভা, জনসভা ও জনসংযোগ করবেন। ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের পক্ষে সকাল ১০টায়, ঢাকা-৯ আসনে আফরোজা আব্বাসের পক্ষে সকাল সাড়ে ১০টায় খিলগাঁও রেলগেট, ঢাকা-৫ নবী উল্লাহ নবীর পক্ষে সাড়ে  ১১টায় সায়েদাবাদে,  ঢাকা-৪ আসনে সালাহউদ্দিন আহম্মেদের পক্ষে দুপুর সাড়ে ১২টায় পোস্তগোলায়, ঢাকা-৩ গয়েশ্বর চন্দ্র রায়ের পক্ষে দুপুর ১টায় ইকুরিয়ায়, ঢাকা-৬ আসনের সুব্রত চৌধুরী ও ঢাকা-৭ আসনের মোস্তফা মহসীন মন্টুর পক্ষে বেলা আড়াইটায় ধোলাইখালে, ঢাকা-২ এরফান ইবনে আমান অমির পক্ষে বিকাল ৪টায় কামরাঙ্গীরচরে এবং ঢাকা-১০ আসনের আবদুল মান্নানের পক্ষে সন্ধ্যা ৬টায় পান্থপথে গণসংযোগ করবেন ঐক্যফ্রন্টের নেতারা। ঢাকা ৬ ও ৭ আসনের গণসংযোগে ড. কামাল হোসেন যোগ দেবেন।

এদিকে আগামীকাল বুধবার সকাল ১০টায় উত্তরা রাজলক্ষ্মী এলাকা থেকে ঢাকা-১৮ আসনে শহীদ উদ্দিন মাহমুদের পক্ষে গণসংযোগ দিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হবে। আর সন্ধ্যায় ঢাকা- ১৫ ও ১৬ আসনে গণসংযোগের মধ্য দিয়ে গণসংযোগ কর্মসূচি শেষ হবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads