• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

মির্জা ফখরুল ও রুহুল কবির রিজভী

ছবি : সংগ্রহ

রাজনীতি

‘পুলিশ না বিএনপি কর্মীরাই আপনাকে পেটাবে’

মির্জা ফখরুলকে রিজভী

  • মো. আসিফ উল আলম সোহান
  • প্রকাশিত ০৯ জানুয়ারি ২০১৯

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রুহুল কবির রিজভী বললেন, ‘এসব ভাঁড়ামী বন্ধ করেন। এবার পুলিশ না বিএনপি কর্মীরা আপনাকে পেটাবে।’

আজ বুধবার দলের মহাসচিবকে ঐক্যফ্রন্টের বৈঠক প্রসংগে এসব বলেন রিজভী।

সুত্রমতে, আজ সকালে বিএনপি মহাসচিব ফোন করেন রিজভীকে। গতকাল মঙ্গলবার জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকের সিদ্ধান্তের আলোকে একটা প্রেস ব্রিফিং করতে বলেন। এসময় ঐ মন্তব্য করেন রিজভী। রিজভী বলেন, 'একদিকে বলছেন এই নির্বাচন কমিশন মানেন না, অন্যদিকে নির্বাচনী ট্রাইবুনালে মামলার কথা বলছেন। যে আদালত বেগম জিয়ার জামিন দেয় না,  নির্বাচন শেষ হতে না হতেই দুদক মামলা শুরু করেদিয়েছে। যে নির্ববাচন কমিশন  ঢালাওভাবে বিএনপির প্রার্থীদের প্রার্থীতা বাতিল করেছে, সেখানে যাবেন বিচার চাইতে। তামাশা কেন করছেন?'

এ সময় মির্জা ফখরুল বলেন, ‘বাজে কথা বলবেন না।’ জবাবে রিজভী বলেন, ‘সরকারের বিরুদ্ধে আন্দোলনের আগে কর্মীরা  আপনার বিরুদ্ধে আন্দোলন করবে। আপনি বিএনপির সর্বনাশ করেছেন। মির্জা ফখরুল এরপর টেলিফোনের লাইন কেটে দেন।

৩০ ডিসেম্বর নির্বাচনের পর থেকে বিএনপিতে ফখরুলের বিরুদ্ধে ক্ষুব্ধ নেতারা। এদের মধ্যে এগিয়ে আছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads