• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
আমি সরকারের মাইক : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

সংরক্ষিত ছবি

রাজনীতি

আমি সরকারের মাইক : তথ্যমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৪ জানুয়ারি ২০১৯

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সজ্জন ব্যক্তি। তবে তিনি সুন্দর করে মিথ্যা কথা বলতে পারেন। তিনি দলের মহাসচিব হিসেবে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। গতকাল বুধবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের উদ্যোগে আয়োজিত এক সংলাপ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যখন সাংঘর্ষিক রূপ নেয় তখন রাষ্ট্রের ক্ষতি হয় মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, এই রাজনীতির অবসান হলে দেশ এগিয়ে যাবে। হরতাল অস্ত্র যে ভোঁতা হয়ে গেছে, এটির ক্ষেত্রে সাংবাদিকদের বিরাট ভূমিকা আছে। সাংঘর্ষিক রাজনীতি বন্ধ করতে আপনাদের বিরাট ভূমিকা আছে। হাছান মাহমুদ আগামী উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, তা না করলে ‘আত্মহনন ও মহাভুলের মতো’ সিদ্ধান্ত হবে।  হাছান মাহমুদ মনে করেন, বিএনপি দলগতভাবে উপজেলা নির্বাচনে অংশ না নিলেও তাদের অনেক নেতা ভোট করবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে তথ্যমন্ত্রী জানিয়েছেন, আবাসন সঙ্কট নিরসনে সাংবাদিকদের ফ্ল্যাট দেওয়ার কথা ভাবছে সরকার। তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের আবাসন সমস্যা সমাধানে ফ্ল্যাট নির্মাণের চিন্তাভাবনা করছি, কারা পাবে তা সাংবাদিক সমিতিগুলোই ঠিক করবে। সংবাদকর্মীদের ওয়েজবোর্ডের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, সংবাদকর্মীদের জন্য সরকারের দেওয়া ওয়েজবোর্ড বাস্তবায়নে মালিকদের সঙ্গে আলোচনায় বসব। আমি ব্যক্তিগতভাবে মনে করি, টেলিভিশনের সাংবাদিকদের জন্য একটা বেতন কাঠামো থাকা প্রয়োজন। আমরা সে লক্ষ্যে কাজ করছি।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মোটরসাইকেল চালকদের নিজের স্বার্থে সবারই হেলমেট পরা উচিত। এ নিয়ে সচেতনতা আগের চেয়ে অনেক বেড়েছে। এখন বেশিরভাগ লোক হেলমেট পরে। এ ব্যাপারে যোগাযোগ মন্ত্রণালয়ের (সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়) অধীনস্থ বিভিন্ন সংস্থা ও পুলিশ কাজ করছে। আমি মনে করি এটা সবার সম্মিলিতভাবে জোরদার করা প্রয়োজন, একই সঙ্গে আমাদের মধ্যেও সচেতনতা বাড়ানো প্রয়োজন। প্রসঙ্গক্রমে হাছান মাহমুদ বলেন, প্রকৃতপক্ষে আমি মাঠেরই মানুষ। আমি যখন কলেজ ছাত্রলীগের সেক্রেটারি, তখন ১৯৭৮, ৭৯, ৮০ সাল। তখন আমি চট্টগ্রামে আওয়ামী লীগের কোনো জনসভা হলে সেই জনসভার মাইকিং করতাম। আওয়ামী লীগের অনেক জনসভার মাইকিং আমি করেছি চট্টগ্রাম শহরে। প্রধানমন্ত্রী আমাকে দলের প্রচার সম্পাদক হিসেবে, একই সঙ্গে দলের মুখপাত্রের দায়িত্ব দিয়ে মাইকটি ধরিয়ে দিয়েছেন। এর আগেরবার পরিবেশ ও বন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করা হাছান মাহমুদ একাদশ সংসদ নির্বাচনের পর মন্ত্রিসভায় আবারো ঠাঁই পেয়েছেন। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। এবার প্রধানমন্ত্রী আমাকে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে সএযচরনখ( আমি প্রধানমন্ত্রীরজএপ প্রতি কৃতজ্ঞতা জানাই যে তিনিজখগখত আমাকেছএববকশওভশ  একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। আমি আপনাদের পরামর্শ নিয়ে কাজ করছি, ভবিষ্যতেও সফলভাবে দায়িত্ব পালনের জন্য সহযোগিতা প্রয়োজন। মন্ত্রণালয়ের চ্যালেঞ্জ নিয়ে হাছান মাহমুদ বলেন, লাইফ ইজ ফুল অব চ্যালেঞ্জেস, উইদাউট চ্যালেঞ্জ, জীবনে সে-ই সফল হয় যে অসম্ভবকে সফল করতে পারে। আমি ছোটবেলা থেকেই অনেক চ্যালেঞ্জের ভেতর দিয়ে গেছি, আমি অন্তত তিনবার কলেমা পড়েছি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে। আমাকে ইসলামী ছাত্রশিবির দু’বার ধরে নিয়ে হত্যা করার মুহূর্তে আমি অলৌকিকভাবে বেঁচে গেছি, একুশে আগস্টে বেঁচে গেছি। জীবন হচ্ছে যুদ্ধক্ষেত্রের মতো, যুদ্ধক্ষেত্রে যেমন লড়াই হয়, কাজের ক্ষেত্রেও চ্যালেঞ্জ হিসাবে যদি নেওয়া যায়, সব সমাধান করা না গেলেও অনেক সমস্যা সমাধান করা যায়।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads