• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯
সংসদে জাতীয় পার্টি জনগণের কথা বলবে : রাঙ্গা

সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা

সংরক্ষিত ছবি

রাজনীতি

সংসদে জাতীয় পার্টি জনগণের কথা বলবে : রাঙ্গা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৩০ জানুয়ারি ২০১৯

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তিনি শিগগিরই দেশে ফিরে সংসদে বিরোধী দলের নেতার দায়িত্ব পালন করবেন। সংসদে একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি জনগণের পক্ষে কথা বলবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।

গতকাল মঙ্গলবার বিকালে রাজধানীর বনানী জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে দলীয় কাউন্সিলর প্রার্থীদের তালিকা ঘোষণাকালে তিনি এ কথা বলেন। তবে মেয়র পদে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। মসিউর রহমান রাঙ্গা বলেন, দেশ ও জাতির যেকোনো স্বার্থে জাতীয় পার্টি নিয়মতান্ত্রিক আন্দোলনে কখনোই পিছপা হবে না। সংসদেই প্রমাণ হবে জাতীয় পার্টি দেশ ও জনগণের স্বার্থে আপস করে না।

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীদের পক্ষে একজোট হয়ে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ঐক্যবদ্ধ হয়ে জাতীয় পার্টির প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে হবে। এ সময় তিনি বলেন, পার্টির চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে মেয়র পদে প্রার্থী ঘোষণা করা হবে।

জাতীয় পার্টি মনোনীত কাউন্সিলর প্রার্থীরা হলেন- এসএম আমিনুল হক সেলিম ওয়ার্ড-২১, মো. শামসুল হক রনি বেপারি ওয়ার্ড-৩৭, মো. জাকির হোসেন হান্নান ওয়ার্ড-৩৮, আমির আলী ওয়ার্ড-৩৯, দেলোয়ার হোসেন দিলু ওয়ার্ড-৪০, মো. জহিরুল ইসলাম মিন্টু ওয়ার্ড-৪১, মো. মহিবুর রহমান ওয়ার্ড-৪৩, রফিকুল ইসলাম ওয়ার্ড-৪৪, মো. সাইফুল ইসলাম জুয়েল ওয়ার্ড-৪৬, মোহাম্মদ আলী বাবু ওয়ার্ড-৪৭, জাহাঙ্গীর আলম ওয়ার্ড-৪৮, মো. ইসমাইল হোসেন ওয়ার্ড-৪৯, মো. ইব্রাহিম হোসেন ওয়ার্ড-৫২, মো. ফজলুল হক শিশির ওয়ার্ড-৫০, মো. আলাউদ্দিন আলাল ওয়ার্ড-৫৪।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads