• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
নিষেধাজ্ঞা থাকলেও অংশ নিতে চায় তারা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)

ছবি : সংরক্ষিত

রাজনীতি

ডাকসু নির্বাচন

নিষেধাজ্ঞা থাকলেও অংশ নিতে চায় তারা

  • ঢাবি প্রতিনিধি
  • প্রকাশিত ০২ ফেব্রুয়ারি ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ধর্মভিত্তিক কোনো সংগঠনের কার্যক্রম চালানোর সুযোগ নেই। তারপরও ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে গত ২৩ জানুয়ারি মিছিল করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। ডাকসু নির্বাচনে অংশ নিতে চায় তারা। জাতীয় রাজনীতিতে সক্রিয় ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্রসংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।

স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে বিতর্কিত ভূমিকার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অলিখিতভাবে নিষিদ্ধ থাকা জাতীয় পার্টির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রসমাজও ডাকসু নির্বাচনে অংশ নিতে চাচ্ছে। ডাকসু নির্বাচনে অংশগ্রহণের নিশ্চয়তা চেয়ে গত ২৮ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর আবেদন জানিয়েছে তারা।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এবং ছাত্রসমাজের নেতারা বলেছেন, ডাকসু নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়া হলে তারা উচ্চ আদালতে যাবেন। ধর্মভিত্তিক কোনো সংগঠন ডাকসু নির্বাচনে অংশ নিতে চাইলে তাদের প্রতিহত করার ঘোষণা দিয়েছে ছাত্র ইউনিয়ন ও ছাত্রলীগ। ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দী ও ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ক্যাম্পাসে কাউকে সাম্প্রদায়িক রাজনীতি করতে দেওয়া হবে না। এককভাবে ও পূর্ণ প্যানেলে ডাকসু নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বলেন, তারা আদর্শিক সংগঠন। ছাত্র আন্দোলন ধর্মভিত্তিক সংগঠন নয় বলেও দাবি করে তিনি বলেন, ‘যারা আমাদের ধর্মভিত্তিক সংগঠন বলে মনে করেন, তাদের ভুল ধারণা আছে। ধর্মকে আমরা ব্যক্তিগত ব্যাপার মনে করি। আমাদের সংগঠনের সদস্য হওয়ার জন্য মুসলিম হওয়া বাধ্যতামূলক নয়।’

দলমত-নির্বিশেষে ডাকসু নির্বাচনে অংশ নেওয়ার অধিকার সবার রয়েছে বলে উল্লেখ করেন ছাত্র আন্দোলনের নেতারা। সুষ্ঠু নির্বাচনের জন্য তারাও হলের বাইরে ভোটকেন্দ্র চান। একই সঙ্গে ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের সহাবস্থান দাবি করেন তারা। ডাকসুতে ধর্মভিত্তিক সংগঠনের নির্বাচন করার কোনো সুযোগ নেই বলে জানান বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি বলেন, পরিবেশ পরিষদের সর্বসম্মত সিদ্ধান্তে ক্যাম্পাসে ধর্মভিত্তিক সংগঠন নিষিদ্ধ বহু আগে থেকেই। ধর্মভিত্তিক সংগঠনের প্রসঙ্গ সর্বশেষ সিন্ডিকেট (২৯ জানুয়ারি) সভায় উঠেছিল। আলোচনায় সেই নিষেধাজ্ঞা বহালই রাখা হয়েছে। ধর্মভিত্তিক সংগঠনের ডাকসু নির্বাচন করা তো দূরের কথা, ক্যাম্পাসে কোনো রাজনৈতিক কার্যক্রম চালানোর এখতিয়ারই নেই।

এদিকে ডাকসু নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টির ছাত্রসংগঠন ছাত্রসমাজও। সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আবদুর রহমান বলেন, ‘পার্টির জ্যেষ্ঠ নেতারা আওয়ামী লীগের উচ্চপর্যায়ে কথা বলবেন।

বামপন্থি ছাত্রসংগঠনগুলো বলছে, ১৯৯০ সাল থেকেই ছাত্রসমাজ ক্যাম্পাসে নিষিদ্ধ। আর ছাত্রলীগ বলছে, ছাত্রসমাজ ক্যাম্পাসে নৈতিকভাবে নিষিদ্ধ এবং তাদের প্রতিহত করার প্রস্তুতি ছাত্রলীগের রয়েছে। ছাত্রসমাজ ক্যাম্পাসে নিষিদ্ধ কি না, জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী বলেছেন, ‘প্রশ্নটি আপত্তিকর। ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো ছাত্রসংগঠনের জন্ম দেয় না, কাউকে বাতিল বা অন্তর্ভুক্তও করে না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads