• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯
‘এত সুবিধা দেওয়ার পরও দুর্নীতি করলে রক্ষা নেই’

পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম

সংরক্ষিত ছবি

রাজনীতি

‘এত সুবিধা দেওয়ার পরও দুর্নীতি করলে রক্ষা নেই’

  • বরিশাল ব্যুরো
  • প্রকাশিত ০৩ ফেব্রুয়ারি ২০১৯

সরকারি কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে নিষ্ঠার সঙ্গে পালনের নির্দেশ দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। গতকাল শনিবার দুপুরে বরিশাল জেলা প্রশাসনের সভাকক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই নির্দেশ দেন। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান এতে সভাপতিত্ব করেন।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়িয়েছেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এত সুবিধা কোনো সরকার দেয়নি। এরপরও যদি কেউ দুর্নীতি করেন তাহলে তাদের জন্য কোনো ক্ষমা নেই। এ সময় দুর্নীতি নিয়ন্ত্রণের জন্য অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের দিকে কঠোর নজরদারি করার জন্য পদস্থ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি জানান, ছোটবেলা থেকেই মানুষের জন্য কিছু করার প্রয়াস ছিল তার। ২০০৮ সালে প্রথমবার নির্বাচনে অল্প ভোটে হেরেছেন। এরপরও লেগেই ছিলেন। এবার এমপি হয়েছেন। ভাগ্যক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়ে তার স্বপ্ন পূরণের সুযোগ করে দিয়েছেন। লালিত স্বপ্ন পূরণের জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা কামনা করেন তিনি।

আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বরিশাল উপহার দেওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি বলেন, কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের প্রভাববিহীন বরিশালকে একটি আধুনিক শহরে গোড়ে তোলা হবে। এতে এই বরিশালের মানুষ উপকৃত হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads