• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
গ্যাসের দাম বাড়ালে জনগণ প্রতিহত করবে : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সংগৃহীত ছবি

রাজনীতি

গ্যাসের দাম বাড়ালে জনগণ প্রতিহত করবে : ফখরুল

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৫ মার্চ ২০১৯

গ্যাসের দাম বাড়ানোর সরকারি উদ্যোগের সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'এই সরকার তাদের দুর্নীতি ঢেকে রাখার জন্য সব রকম আর্থিক ব্যয় জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে। গ্যাসের দাম বাড়ানোর কথা চিন্তা করা হচ্ছে। এই গ্যাসের দাম বাড়ানোর ব্যাপারে আমরা স্পষ্ট বলতে চাই, গ্যাসের দাম বাড়ানো যাবে না। যদি গ্যাসের দাম বাড়ানো হয়, তাহলে অবশ্যই জনগণ প্রতিহত করবে।’

আজ মঙ্গলবার এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৩তম কারাবন্দি দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরাম যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

বিএনপি মহাসচিব বলেন, দেশে গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা নেই। বিদেশি গণমাধ্যম উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশের বর্তমান অবস্থার তুলনা করছে, কারণ এখানে জনগণের কোনো স্বাধীনতা নেই।

তিনি বলেন, ‘জাতি আজ গভীর সংকটে নিমজ্জিত। এ অবস্থায় বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া দেশের মানুষের মুক্তি মিলবে না। আমরা অবশ্যই এ অবস্থা থেকে বের হয়ে আসব।’

মির্জা ফখরুল বলেন, তাদের দলকে নির্মূল করার চক্রান্তের অংশ হিসেবে সরকার সারা দেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা দিচ্ছে। কিন্তু সরকার বিএনপিকে ধ্বংস করার চেষ্টায় সফল হবে না। কারণ এদেশের মাটি ও মানুষের হৃদয়ের সাথে গেঁথে আছে তাদের দলের রাজনীতি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads