• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯
খালেদা জিয়াকে বিএসএমএমইউতে নেওয়া হচ্ছে

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বিএসএমএমইউ-তে নেওয়া হবে

ছবি : সংরক্ষিত

রাজনীতি

খালেদা জিয়াকে বিএসএমএমইউতে নেওয়া হচ্ছে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১০ মার্চ ২০১৯

তৃতীয়বারের মতো বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে আনা হচ্ছে।

আজ রোববার বিএসএমএমইউ হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন এই তথ্য নিশ্চিত করেন।

বেলা ১১ টার দিকে তাকে কারাগার থেকে বের করা হবে বলে জানা গেছে। এর জন্য কারা ফটকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

এদিকে আজ রোববার সকাল থেকে কেবিন ব্লকের ৬২১ ও ৬২২ নম্বর কেবিন পরিষ্কার-পরিচ্ছন্ন করে গোছানোর কাজ চলছে। কেবিন ব্লকের সামনে অবস্থান নিয়েছেন বিপুল সংখ্যক পুলিশও।

উল্লেখ্য, জিয়া এতিমখানা ট্রাস্ট ও জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের দণ্ড নিয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads