• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯
চবি শিক্ষক সমিতি নির্বাচনে হলুদ দলের নিরঙ্কুশ জয়

সভাপতি আইন বিভাগের অধ্যাপক ড. জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক পদে জামাল নজরুল ইসলাম

ছবি : সংগৃহীত

রাজনীতি

চবি শিক্ষক সমিতি নির্বাচনে হলুদ দলের নিরঙ্কুশ জয়

  • চবি প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ মার্চ ২০১৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতি নির্বাচনে জয়ী হয়েছে বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষক সমাজ হলুদ দল। সমিতির ১১টি পদের সবক’টিতেই বিপুল ভোটে জয়ী হয়েছেন তারা। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৭টায় আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে আইন বিভাগের অধ্যাপক ড. জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক পদে জামাল নজরুল ইসলাম, গণিত ও ভৌত বিজ্ঞান রিসার্চ সেন্টারের অধ্যাপক ড. অঞ্জন কুমার চৌধুরী নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এম আবদুল গফুর বলেন, ‘সুশৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে মোট ৮৭৪ জন ভোটারের মধ্যে ৬৪৯ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৮০ জন আগে ভোট দিয়েছেন।’

এ ছাড়া সহ-সভাপতি পদে হলুদ দলের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সহিদ উল্লাহ (লিপন), যুগ্ম সম্পাদক পদে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ড. মাহাম্মদ সাইদুল ইসলাম (সোহেল) এবং কোষাধ্যক্ষ পদে অ্যাকাউন্টিং বিভাগের সহযোগী অধ্যাপক আলী আরশাদ চৌধুরী নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে বিজয়ী শিক্ষক অধ্যাপক ড. মো. জাকির হোসেন বাংলাদেশের খবরকে বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি রইল আমাদের অশেষ কৃতজ্ঞতা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবি ও অধিকার রক্ষায় সোচ্চার থেকে আমরা সবাই মিলে কাজ করব।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads