• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
নতুন দল গঠন করতে যাচ্ছে জামায়াতের সংস্কারপন্থী নেতারা

সংগৃহীত ছবি

রাজনীতি

নতুন দল গঠন করতে যাচ্ছে জামায়াতের সংস্কারপন্থী নেতারা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৭ এপ্রিল ২০১৯

অবশেষে নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সংস্কারপন্থী নেতারা।  আজ শনিবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মজলিসে শূরার বহিষ্কৃত সদস্য মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেন, ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’ স্লোগান নিয়ে তারা একটি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন। মঞ্জু এই সংগঠনের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন।

দল গঠনের জন্য ইতিমধ্যে পাঁচটি কমিটি গঠিত হয়েছে বলেও জানান বহিষ্কৃত এই জামায়াত নেতা।

তিনি জানান, তাদের দল ধর্মীয় রাজনৈতিক দল হবে না। দলে দেশের সকল সম্প্রদায়ের প্রতিনিধিত্ব থাকবে।

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি দলের শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে মজিবুর রহমান মঞ্জুকে দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে জামায়াতে ইসলামী। ৪৭ বছর পর এ নিয়ে জাতির কাছে ক্ষমা চাওয়া ও দলের সংস্কার নিয়ে দলটির ভেতরে মতবিরোধ দেখা দেয়।

এরই পরিপ্রেক্ষিতে সংস্কারবাদী নেতা ও যুদ্ধাপরাধ মামলায় জামায়াত নেতাদের অন্যতম আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক গত ১৫ ফেব্রুয়ারি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি দিয়ে দলটি থেকে পদত্যাগ করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads