• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯
শপথ নিলেন বিএনপির চার এমপি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত চার সংসদ সদস্য শপথ গ্রহণ

ছবি : সংগৃহীত

রাজনীতি

শপথ নিলেন বিএনপির চার এমপি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৩০ এপ্রিল ২০১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত চার সংসদ সদস্য শপথ নিয়েছেন। জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গতকাল সোমবার সন্ধ্যা পৌনে ৬টায় তাদের শপথবাক্য পাঠ করান। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কবে শপথ নেবেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

বিএনপি থেকে নির্বাচিত এ চারজন সংসদ সদস্য হলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তার, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন।

বিএনপির এই চারজন শপথ নেওয়ায় দলটির নির্বাচিতদের মধ্যে কেবল মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরই বাকি রইলেন। নির্বাচিতদের শপথ নেওয়ার শেষ দিন ছিল গতকাল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে বিএনপি থেকে নির্বাচিত এ সংসদ সদস্যরা এতদিন দলীয় সিদ্ধান্ত অনুযায়ী শপথ নেননি। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির ছয় প্রার্থীর মধ্যে আগেই শপথ নিয়েছেন ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত জাহিদুর রহমান জাহিদ। শপথ নেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শপথ নিয়ে বেরিয়ে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হারুনুর রশীদ সাংবাদিকদের বলেন, যে ছয়জন নির্বাচিত ছিলাম তার মধ্যে পাঁচজন দলীয় সিদ্ধান্তে বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শপথ নিয়েছি। সংসদে গিয়ে দলীয় চেয়ারম্যান ও তিনবারের প্রধানমন্ত্রী কারান্তরীণ খালেদা জিয়ার মুক্তির দাবি তুলব। দলীয় সিদ্ধান্ত হলে মহাসচিব ফখরুল শপথ নিলেন না কেন- এই প্রশ্নে হারুনুর রশীদ বলেন, মহাসচিব কী জন্য আসেননি তা আমার বিষয় নয়। মহাসচিবকে আপনারা (সাংবাদিক) জিজ্ঞেস করতে পারেন। উনি উত্তর দিতে পারবেন। তিনি বলেন, পার্লামেন্টে সত্য কথা বলার জন্য এসেছি। দেশের যে সঙ্কট তৈরি হয়েছে। ভোট চুরির মাধ্যমে এ সংসদ গঠন করা হয়েছে এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে বিপর্যস্ত করা হয়েছে। চুরি করে ভোটে আসার জন্য সংবিধান সংশোধন করা হয়েছে। এটিকে ঠিক করার দায়িত্ব বর্তমান সরকারেরই। কীভাবে সরকার এটিকে ঠিক করবে, কীভাবে জনগণের দ্বারা সরকার গঠন করা যায়- তা সম্পূর্ণ সরকারের দায়িত্ব। এই বিষয়গুলো সংসদে বলার জন্য সংসদে এসেছি। বিশেষ করে তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কারাগারে বন্দি রাখা হয়েছে। ফরমায়েশি রায়ের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। সরকারের হস্তক্ষেপের কারণে তিনি উচ্চ আদালত থেকে জামিন পাচ্ছেন না। অথচ বাংলাদেশে ফাঁসির আসামি, মাদক আসামিসহ জঘন্যতম আসামি জামিন পায়। আমরা প্রত্যাশা করব যত দ্রুত সম্ভব সরকার তাকে জামিনে মুক্ত করবে। তার সুচিকিৎসার ব্যবস্থা করবে।

জাহিদুর রহমানকে দল থেকে বহিষ্কার প্রসঙ্গে হারুন বলেন, জাহিদ সাহেব ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আজ (গতকাল) ক্ষমা চেয়েছেন। বলেছেন, তিনি ভুল করে ফেলেছেন এবং অপেক্ষা করা দরকার ছিল। উনি ক্ষমা চেয়েছেন, হয়তো দল এখন সিদ্ধান্ত নেবে, বিবেচনা করবে। উনি লিখিতভাবে ক্ষমা চাইতে পারেন।

গতকাল রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় সংসদে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। সংসদে সীমিত পরিসরে খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্রের জন্য কথা বলার জন্য শপথ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads