• রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪২৯
বিএনপির অতি কৌশলের বলি মির্জা ফখরুল: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

সংগৃহীত ছবি

রাজনীতি

বিএনপির অতি কৌশলের বলি মির্জা ফখরুল: তথ্যমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৬ মে ২০১৯

সংসদে যোগ না দিয়ে সংসদ সদস্য পদ হারানো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির অতি কৌশলের বলি হয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

তিনি বলেন, বিএনপির পাঁচজন সংসদ সদস্য শপথ নিয়েছে। আর মির্জা ফখরুল ইসলাম সংসদে শপথ নিতে পারে নাই। এটা বিএনপির অতি কৌশলের কারণে বলি হয়েছেন মির্জা ফখরুল।

আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ বলেছেন, বিএনপি সব সময় একটু দেরিতে বুঝে, এটা মির্জা ফখরুল ইসলামের বক্তব্য থেকে বেরিয়ে এসেছে। বিএনপি গত কয়েক বছরে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছে; যার জন্য জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে।

তিনি বলেন, গত কয়েক বছরে বিএনপি অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং গত নির্বাচনে ( ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচন) না যাওয়ার সিদ্ধান্ত ছিল তাদের বড় ভুল সিদ্ধান্ত। জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে তারা বোমা হামলা, আগুন ও সন্ত্রাস করেছে। এই সরকারের আমলে বিএনপির শেষ মুহূর্তে অংশগ্রহণ করেছে এবং মনোনয়ন বাণিজ্য না থাকলে তারা হয়তো আরও একটু ভালো করতে পারতো।

অপর এক প্রশ্নে তিনি বলেন, গণফোরাম কখোনো গণমুখী দল হয়ে উঠতে পারেনি। এ গণফোরামের দলের পরিবর্তন হলেও গণফোরামের অতীতের মতোই বর্তমানে কোনো পরিবর্তন আসেনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads