• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯

রাজনীতি

ক্যাসিনো প্রতিষ্ঠাকারীদের আইনের আওতায় আনা হবে: আইনমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৭ সেপ্টেম্বর ২০১৯

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশের বাউন্ডারিতে যারা অবৈধভাবে ক্যাসিনো বাণিজ্য প্রতিষ্ঠা করেছে এবং এ ধরনের অপরাধ ও দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তারা যতই ক্ষমতাসিন হোক না কেন তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।

আজ শুক্রবার সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন চত্বরে তিনি এ কথা বলেন।

এ সময় আনিসুল হক বলেন, শেখ হাসিনা সরকার টানা তৃতীয়বার দায়িত্ব গ্রহণের পর দেশের জনগণের কল্যাণে এবং দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

বিএনপি সমালোচনা করে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিএনপি একটি দুর্নীতিবাজ দল। তাদের (বিএনপি) যে চেয়ারম্যান তিনি হচ্ছেন এতিমের টাকা চোর। আদালতের সাব্যস্ত এবং এতিমের টাকা চুরি করার অপরাধে জেল দেয়া হয়েছে। তাদের যে সিনিয়র কো চেয়ারম্যান তিনি হচ্ছেন দুর্নীতিবাজ মানি লন্ডারিংয়ে সাজাপ্রাপ্ত এবং মুচলেকা দেওয়া অপরাধী। তিনি মুচলেকা দিয়ে বলেছেন, আমি অপরাধী। আমাকে ক্ষমা করে দিয়ে বিদেশে পাঠিয়ে দেন।

এ সময় আনিসুল হক বলেন, সেই দলের নেতা যারা এখন পর্যন্ত চেয়ারম্যান এবং কো চেয়ারম্যান বদলাতে পারে না। তাদের (বিএনপি) আরেক দলকে নিয়ে এসব কথা বলা সাজে না।

এসময় আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন, যুগ্ম আহ্বায়ক সেলিম ভূঁইয়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads