• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জৈষ্ঠ ১৪২৯

রাজনীতি

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৭ অক্টোবর ২০১৯

বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের এদিনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দলের অঙ্গসংগঠন হিসেবে যুবদল প্রতিষ্ঠা করেন। যুবসমাজকে সংগঠিত করে দেশের কাজে লাগানোই ছিল তার লক্ষ্য।

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি নেই, চলছে সুপার ফাইভ দিয়ে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটি সারা দেশে দুদিনের কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে আজ রোববার ভোরে কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলা ১১টায় প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন। এছাড়া আগামী ২৯ নভেম্বর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু বাংলাদেশের খবরকে বলেন, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের অঙ্গীকার দেশের যুবসমাজকে ঐক্যবদ্ধ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা এবং দেশের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads