• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি স্বজনদের

সংগৃহীত ছবি

রাজনীতি

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি স্বজনদের

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১১ ফেব্রুয়ারি ২০২০

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন তার স্বজনদের।

আজ মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসাপাতালে (বিএসএমএমইউ) খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে তার সেজ বোন সেলিমা ইসলাম এই দাবির কথা জানান।

সেলিমা ইসলাম বলেন, ‘উনার (খালেদা জিয়ার) শারীরিক অবস্থা খুবই খারাপ। তিনি শ্বাসকষ্টে ভুগছেন। উনার বয়স তাদের (সরকার) বিবেচনা করা উচিত। মানবিক দিকটা বিবেচনা করে তাকে মুক্তি বা জামিন দেওয়া উচিত। সরকারের কাছে আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।’

তিনি বলেন, ‘আজকে তার (খালেদা জিয়া) শরীর খুবই খারাপ। সে শ্বাসকষ্টে ভুগছে। একদম কথাই বলতে পারছে না।’

আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে বিএসএমএমইউ-তে যান তার পরিবারের পাঁচজন সদস্য। তারা হলেন-বোন সেলিমা ইসলাম, ছোট ভাইয়ের স্ত্রী কানিজ ফাতিমা, তার ছেলে অভিক এস্কান্দার, তারেক রহমানের স্ত্রীর বড় বোন শাহিনা জামান খান বিন্দু ও কোকোর শ্বাশুড়ি মূকরেমা রেজা (ফাতিমা রেজা)। এক ঘণ্টা সাক্ষাত শেষে বেরিয়ে এসে তারা এসব কথা বলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads