• রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪২৯
করোনা সঙ্কটে বক্তৃতা ও বিবৃতিতে সীমাবদ্ধ সরকার : মওদুদ

ছবি: সংগৃহীত

রাজনীতি

করোনা সঙ্কটে বক্তৃতা ও বিবৃতিতে সীমাবদ্ধ সরকার : মওদুদ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৩ মার্চ ২০২০

চলোমান করোনা সঙ্কটে সরকার বক্তৃতা ও বিবৃতিতে সীমাবদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।

শুক্রবার (১৩ মার্চ) সকালে ঢাকা রিপোটার্স ইউনিটিতে (ডিআরউ) আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, করোনাভাইরাস যদি ব্যাপক আকারে ধারণ করে তাহলে সেই মুহূর্তে সরকার এটা (করোনা) নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে ব্যর্থ হবে। দেশের মানুষ এটা বিশ্বাস করে। শুরুতে তারা এই ব্যাপারে উদাসীন ছিলেন। এখন তারা যেভাবে বিষয়টি দেখছেন, সেটা বক্তৃতা ও বিবৃতিতে সীমাবদ্ধ।

মওদুদ অভিযোগ করেন, সরকারের প্রস্তুতি কেমন রয়েছে, এটা কেউ বলতে পারছেন না। এ সময় শিক্ষা প্রতিষ্ঠান এ মুহূর্তে বন্ধ রাখা উচিৎ বলেও জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads