নাটোরের গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের দুই গ্রুপের আধিপত্য বিস্তারের লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য ও গুরুদাসপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলীর সমর্থকদের দ্বারা গঠিত বিবাদমান সকল স্তরের কমিটির কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।
দলীয় কোন্দল নিরসের জন্য আগামী ৮ এপ্রিল নাটোর জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিতসভার আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসময় পর্যন্ত পূর্বের পুরাতন কমিটিই সাংগঠনিক দায়িত্ব পালন করবে বলে স্থানীয় নেতাকর্মি সূত্রে জানা গেছে।
দলীয় সূত্রে আরও জানা যায়, নাটোর-৪ (গুরুদাসপুর ও বড়াইগ্রাম) আসনের স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস ও গুরুদাসপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলীর মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক আধিপত্য বিস্তারের কোন্দল চলে আসছে। ক্ষমতাসীন দলের এই দুই নেতার কর্মি সমর্থকরাও তাদের কোন্দলের শিকার হয়েছেন। ফলে দলের ভিতর দেখা দেয় হামলা ও মামলার মত নানা সুপ্ত সংঘর্ষের ঘটনা।
এদিকে এক মাস আগে থেকে উভয় গ্রুপের রাজনৈতিক ক্ষমতা প্রদর্শণের জন্য গুরুদাসপুর ও বড়াইগ্রামে আওয়ামীলীগের কমিটি গঠণের কার্যক্রম শুরু হয়। এতে নেতৃত্ব দেন সাংসদ আব্দুল কুদ্দুস ও মেয়র শাহনেওয়াজ। তাদের ডাকে সারা দিয়ে পৌর এলাকাসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মিরা নতুন কমিটি পাওয়ার আশায় উৎসবমুখর পরিবেশে রঙ-বেরঙের মঞ্চ তৈরি করে ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন করেন। উভয় গ্রুপই নিজ সমর্থকদের নিয়ে কমিটি গঠন করে বাহবা অর্জন করেন। কিন্তু গত বুধবার রাজধানীর ধানমন্ডি কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নাটোর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতারা এ নির্দেশনা দেন।
সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ন সম্পাদক ও তথ্য মন্ত্রী হাসান মাহমুদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও গুরুদাসপুর-বড়াইগ্রাম আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও নাটোর-নলডাঙ্গা আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীসহ বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার সাংগঠনিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।