• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
বিএনপির পাঁচ হাজার নেতাকর্মী করোনায় আক্রান্ত : মির্জা ফখরুল

ফাইল ছবি

রাজনীতি

বিএনপির পাঁচ হাজার নেতাকর্মী করোনায় আক্রান্ত : মির্জা ফখরুল

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১০ এপ্রিল ২০২১

বর্তমানে সারা দেশে বিএনপির পাঁচ হাজার নেতা-কর্মী করোনাভাইরাসে আক্রান্ত বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বিএনপিতে খুবই বেশি করোনায় আক্রান্ত হয়েছেন। আমাদের অত্যন্ত সিনিয়র নেতা খন্দকার মোশাররফ হোসেন, সেলিমা রহমান, ডা. জাহিদ হোসেন এবং রুহুল কবির রিজভী করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আছেন।’

গতকাল শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে (ভার্চুয়াল) তিনি এ কথা জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘সারা দেশে করোনায় বিএনপির চার শতাধিক নেতা-কর্মী মারা গেছেন। আর পাঁচ হাজার নেতা-কর্মী করোনা আক্রান্ত আছেন। এটা গত ২-৩ দিন আগের খবর। আমরা থানা-ইউনিয়ন পর্যায় থেকে তথ্য সংগ্রহ করছি।’ তিনি বলেন, ‘আমাদের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, ভাইস-চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী, খন্দকার আহাদ চৌধুরীসহ অনেকেই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন। ‘আবারো বিএনপির ত্রাণ কার্যক্রম শুরু হবে’ উল্লেখ করে দলটির মহাসচিব বলেন, ‘গত বছরের মতো বিএনপির সামর্থ্য অনুযায়ী ত্রাণ কার্যক্রম পরিচালনা করার জন্য নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া চিকিৎসকদের সংগঠন ড্যাবের পক্ষ থেকে যেসব সেবা দেওয়া হয়েছিল, সেটি এবারও চলমান থাকবে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads