• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সজাগ থাকতে হবে : কামরুল হাসান রিপন

সংগৃহীত ছবি

রাজনীতি

দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সজাগ থাকতে হবে : কামরুল হাসান রিপন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ আগস্ট ২০২১

১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনের কর্মসূচি অব্যাহত রয়েছে। আজ শনিবার বেলা ৩টায় ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত কদমতলী থানার ৫২ এবং ৫৩ নং ওয়ার্ডে আলোচনা সভা এবং দোয়া মাহফিল শেষে দুস্থ, অসহায় খেটে-খাওয়া মানুষের মাঝে তবারক বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের এই শীর্ষ নেতা।

আলোচনা ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন বলেন, 'বাঙালির ইতিহাসে সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা। তবে ১৯৭৫ সালের নারকীয় হত্যাকাণ্ডের পরও ষড়যন্ত্র থেমে নেই। সেজন্য সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বিকল্প নেই। দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সজাগ থাকতে হবে।'

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য এডভোকেট সানজিদা খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা গোলাম সারোয়ার মামুন, কদমতলী থানা আওয়ামী লীগের সহ সভাপতি রুহুল আমিন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী সোহেল, ছাত্রলীগের আহবায়ক আনোয়ার হোসেন আনুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় স্হানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ এবং  ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোহেল মাহমুদ সঞ্চালনায় ছিলেন শামীম আহমেদ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads