• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯

ভোট ছাড়া আর কোন ভাবে সেই অতিতের মতো বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতা দখলের সুযোগ নেই — শিক্ষামন্ত্রী দিপুমনি।

রাজনীতি

অতিতের মতো বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতা দখলের সুযোগ নেই - শিক্ষামন্ত্রী দিপুমনি।

  • সালাহউদ্দিন সালমান, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)
  • প্রকাশিত ২৭ নভেম্বর ২০২২

তারা যদি দেশ পরিচালনার দায়িত্বে যেতে চায়, জনগনের মাধ্যমে, ভোটের মাধ্যমে আসতে হবে। ভোট ছাড়া সেই অতিতের মতো বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতা দখলের সুযোগ নেই। কোন ভাবেই কোন নাশকতা, দেশের মানুষের জানমাল নিয়ে ছিনিমিনি করার অপচেষ্টা করলে নিশ্চয়ই সরকার জনগনকে সাথে নিয়ে প্রতিহত করবে। গতকাল রবিবার বেলা ১১ টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদরাসা ভবন উদ্বোধন অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শিক্ষামন্ত্রী ড. দিপু মনি সাংবাদিকদের প্রশ্নে জবাবে বিএনপিকে উদ্দেশ্য করে এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, আওয়ামীলীগের জন্ম হয়েছে মানুষের অধিকার আদায়ের মধ্য দিয়ে, আওয়ামীলীগের নেতৃত্বে ভাষার অধিকার, স্বাধীনতা, গনতন্ত্র পুনঃরুদ্ধার হয়েছে। আওয়ামীলীগের মাধ্যমে উন্নয়ন প্রথমে বঙ্গবন্ধুর হাত ধরে এখন তার কন্যা শেখ হাসিনার হাত ধরে।আর নির্বাচনকে সামনে রেখে যারা শান্তি—শৃঙ্খলা, উন্নয়ন অগ্রগতির পথ বন্ধ করতে চায়, তারা ৭১ এর হত্যাকারী ধর্ষণকারী, লুন্ঠনকারী, যুদ্ধাপরাধের দোসর। ৭৫ এর হত্যাকারী, ২১ আগষ্ট এর হত্যাকারী, অগ্নিসন্ত্রাসী তারাই আবার উদ্যত হয়েছে।

মুন্সীগঞ্জের সিরাজদিখানের ইসলামপুর কামিল মাদরাসার ভবন উদ্বোধন করে সিরাজদিখান উপজেলা পরিষদে আসেন। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক নাহিদ রসুল, জেলা আওয়ামীলীগের সাধারণ স¤পাদক লুৎফর রহমান, পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান আল মামুন বিপিএম পিপিএম, সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, নির্বাহী কর্মকর্তা শরীফুল আলম তানভীর, সহকারি কমিশনার (ভূমি) তাসমিন আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, উপজেলা আওয়ামলীগের সাধারণ স¤পাদক আবু বকর সিদ্দিক, কেয়াইন ইউপি চেয়ারম্যান আশ্রাফ আলী ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও মাদরাসা বোর্ডের উর্ধতনসহ অনেকে। 

 

সালাহউদ্দিন সালমান

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
০১৭১২৯১৫৪৫১
২৭—১১—২০২২

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads