• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

ফাইল ফটো

বিজ্ঞান ও প্রযুক্তি

দুই বছর আগে থেকেই তথ্য চুরির ঘটনা জানত ফেসবুক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৮ এপ্রিল ২০১৮

ক্যামব্রিজ অ্যানালিটিকা কর্তৃক ব্যবহারকারীদের তথ্য বেহাত হওয়ার ঘটনা দুই বছরের বেশি সময় ধরেই জানত ফেসবুক। সামাজিক যোগাযোগ মাধ্যমটির প্রধান পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সে সময় ক্যামব্রিজ অ্যানালিটিকার পক্ষ থেকে বলা হয়েছিল ব্যবহারকারীদের বিষয়ে সংগ্রহ করা সব তথ্যই মুছে ফেলা হয়েছে। তবে ফেসবুক এ বিষয়ে আর কোনো তদন্ত করেনি এবং এ জন্য নিজেদেরই দায়ী করছেন শেরিল।

তথ্য চুরির আর কোনো ঘটনা ঘটেছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে তদন্ত চলছে। এ ছাড়া অডিটের উদ্যোগ নেওয়া হয়েছে। এর পরই বলা যাবে এমন আর কোনো ঘটনা ঘটেছে কি না।

তিনি বলেন, ‘আমরা জানি, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় আমরা তেমন কিছুই করিনি। আমি সত্যিই এর জন্য দুঃখিত, জাকারবার্গও দুঃখিত। আমরা এখন এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিচ্ছি।’

তিনি আরো বলেন, ‘আমরা গ্রাহকদের তথ্যের সুরক্ষায় বছরখানেক আগে থেকেই বিভিন্ন উদ্যোগ নিয়েছি। আমরা ব্যক্তিগত গোপনীয়তার সুরক্ষায় বিশ্বাস করি।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads