• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

খেলা

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জয়ী রাজস্থান

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৩ এপ্রিল ২০১৮

চেন্নাইয়ের মতো দু’‌বছরের প্রতীক্ষা শেষে আবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচ অনুষ্ঠিত হলো রাজস্থানে। অথচ আইপিএলের পঞ্চম দিনে সেই ম্যাচেই কিনা থাবা বসাল বৃষ্টি। যদিও জয়পুরে বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে পরতে পরতে জড়িয়ে থাকল উত্তেজনা। শেষ পর্যন্ত গত বুধবারের ম্যাচে দর্শকরা ১০ রানে ঘরের দল রাজস্থান রয়্যালসের জয় দেখেই বাড়ি ফিরল। জিততে জিততে হেরে গেল দিল্লি ডেয়ারডেভিলস।

অবশ্য খেলা শুরু হয়েছিল নির্ধারিত সময়ই। টস হেরে ব্যাট করতে নেমে ১৭.‌৫ ওভারে রাজস্থান রয়্যালসের স্কোর তখন ৫ উইকেটে ১৫৩ রান। এমন সময় বৃষ্টিতে থমকে গেল ম্যাচ। এরপর দফায় দফায় বৃষ্টি এড়িয়ে মাঠ পর্যবেক্ষণের পর অবশেষে খেলা শুরু হলো ভারতীয় সময় রাত ১১টা ‌৫৫ মিনিটে। তখনো গ্যালারির উন্মাদনা চোখে পড়ার মতো। ডাকওয়ার্থ-লুইস নিয়মে জয়ের জন্য ৬ ওভারে দিল্লি ডেয়ারডেভিলসের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৭১ রান। গ্লেন ম্যাক্সওয়েল, কলিন মুনরো, ক্রিস মরিস, Flf পন্থের মতো মারকুটে ব্যাটসম্যান দিল্লিতে। এমন পরিস্থিতিতে অনেকেই দিল্লিকে ফেভারিট ধরছিলেন। সেখানে রান তাড়া করতে নেমে প্রথম বলেই রান আউট মুনরো। দ্বিতীয় ওভারে ধবল কুলকর্নি দিলেন মাত্র ৫ রান।

এখানে থেকেই চাপ বাড়তে শুরু করে দিল্লির। পরের ওভারে চলতি আইপিএলে সবচেয়ে দামি ভারতীয় ক্রিকেটার উনাদকাটের বলে ১৪ রান তুলে লড়াই জমিয়ে দিচ্ছিলেন ম্যাক্সওয়েল। ঠিক তখনই ছন্দপতন। চতুর্থ ওভারে বেন লাফলিনের বলে এই অজি তারকা উইকেট পিছনে ধরা দিয়েই যেন ম্যাচের নিয়ন্ত্রণ রাজস্থান রয়্যালসের হাতে চলে আসে। ম্যাক্সওয়েলের ১২ বলে ১৭ রানের ইনিংসে ইতি পড়ার পর ডেয়ারডেভিলসদের টানছিলেন ঋষভ পন্থ। পঞ্চম ওভারে উনাদকাটের বলে ঋষভ (‌১৪ বলে ২০)‌ আউট হতেই সবকিছু পরিষ্কার হয়ে যায়। শেষ পর্যন্ত ৬ ওভারে ৪ উইকেটে ৬০ রান তুলতে সক্ষম হয় দিল্লি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads