• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯

ফুটবল

ফাইনালে ম্যানইউ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৩ এপ্রিল ২০১৮

প্রিমিয়ার লিগের শিরোপা ম্যানসিটির ঘরে। চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় কোয়ার্টার ফাইনালের আগেই। তবে এফএ কাপের স্বপ্ন এখনো বাঁচিয়ে রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলে জয় পায়। তাতে ফাইনালের টিকেট নিশ্চিত হয় হোসে মরিনহোর শিষ্যদের।

ওয়েম্বলি স্টেডিয়ামে খেলা। প্রিমিয়ার লিগে এ মাঠে ম্যানইউকে হারায় টটেনহ্যাম। এবারো সেটির পুনরাবৃত্তি করার সম্ভাবনা দেখা দেয়। ঘরের মাঠে ডেলে আলির গোলে শুরুতে এগিয়ে যায়। তবে মরিনহো ভিন্ন কৌশল নিয়ে আসেন। প্রথমার্ধেই তার শিষ্যরা সমতায় ফেরে। অ্যালেক্সিস সানচেজ ম্যানইউর হয়ে গোলটি করেন। বিরতির পর অ্যান্ডার হেরেরার গোলে জয় পায় প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থানে থাকা দলটি।

সেমিফাইনালের ম্যাচটিতে জয় পাওয়ায় রেকর্ড গড়ে ম্যানইউ। ঘরোয়া কাপে ২৯ বার ফাইনাল নিশ্চিত করে তারা। এর মধ্যে নয়বার লিগ কাপের ফাইনাল খেলে। আর এবার নিয়ে ২০ বার এফএ কাপের ফাইনাল, যা প্রিমিয়ার লিগের অন্য কোনো ক্লাবের চেয়ে বেশি।

এদিকে ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলে ষষ্ঠবারের মতো ফাইনালে হোসে মরিনহো। এর আগে দু’বার এফএ কাপ ও চারটি লিগের কাপের ফাইনাল খেলে। প্রতিবারই তার দল চ্যাম্পিয়ন হয়। তাই ম্যানইউর সমর্থকরা এবার শিরোপা জয়ের স্বপ্নটা ভালোভাবে দেখতে পারে। ফাইনাল ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে প্রিমিয়ার লিগে শীর্ষে চারে থাকতে না পারা চেলসি বা সাউদাম্পটন।

এদিকে হেরে যাওয়ায় একটি শিরোপাও জেতা হলো না টটেনহ্যামের। চ্যাম্পিয়নস লিগে দাপট দেখালেও শেষ ষোলো থেকে বিদায় নেয়। প্রিমিয়ার লিগে শীর্ষে চারে থাকলেও শিরোপার সম্ভাবনা ছিল না। তাদের সব স্বপ্ন ছিল এফএ কাপ ঘিরে। সেমিফাইনালে সেই স্বপ্নের মৃত্যু হলো। এই নিয়ে টানা অষ্টমবারের মতো প্রতিযোগিতাটির শেষ চার থেকে বিদায় নেয় তারা।

গত জানুয়ারিতে ওয়েম্বলি স্টেডিয়ামে খেলার মাত্র ১১ সেকেন্ডে এগিয়ে যায় টটেনহ্যাম। এবার লিড নিতে সময় লাগে ১১ মিনিট। ইউনাইটেডের বাম পাশ দিয়ে বল নিয়ে এগিয়ে যান এরিকসন। তার ক্রস থেকে বল পান ডেলে আলি। সেটি জালে জড়াতে ভুল করেননি তিনি।

শুরুতেই পিছিয়ে পড়ায় ডাগ আউটে থাকা ম্যানইউ কোচ মরিনহোকে কিছুটা হতাশ দেখা যায়। তবে ১৩ মিনিট পর তার হতাশা কাটিয়ে দেন সানচেজ। মুসা ডেম্বলের কাছ থেকে বল ছিনিয়ে নেন পল পগবা। দারুণ এক ক্রস দেন তিনি। সেটা হেড করে জালে পাঠান সাবেক আর্সেনাল তারকা।

বিরতির আগে ম্যানইউ আরো কয়েকটি সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি। অবশেষে খেলার ৬২ মিনিটে তারা লিড নেয়। এবার সানচেজ বল দেন রোমেলো লুকাকুকে। তিনি পাস দেন হেরেরাকে। টটেনহ্যাম গোলরক্ষকের নিচ দিয়ে সেই বল জালে পাঠান স্প্যানিশ ফুটবলার।

ইউনাইটেড আরো দুটি স্পষ্ট গোলের সুযোগ তৈরি করে। কিন্তু পগবা ও লুকাকুকে গোলবঞ্চিত করেন গোলরক্ষক ভ্রুম। স্বাগতকিরা ম্যাচের ৬৪ শতাংশ বল নিয়ন্ত্রণে রাখলেও গোলটি আর শোধ করতে পারেনি। ফলে হার নিয়ে বিদায় নেয়। আর ফাইনালের টিকেট কাটে ম্যানইউ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads